Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিষ মেশানো দানাশস্য খেয়ে ২৩ টি ময়ূরের মৃত্যু

রাজস্থান : সম্প্রতি বিষ মেশানো দানাশস্য ২৩ টি ময়ূর মারা যায় রাজস্থানের বিকান জেলার সেরুনা গ্রামে। এই ঘটনায় ওই গ্রামের দিনেশ কুমার নামের এক কৃষককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে…

Avatar

রাজস্থান : সম্প্রতি বিষ মেশানো দানাশস্য ২৩ টি ময়ূর মারা যায় রাজস্থানের বিকান জেলার সেরুনা গ্রামে। এই ঘটনায় ওই গ্রামের দিনেশ কুমার নামের এক কৃষককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি বীজে বিষ মিশিয়ে রেখেছিলেন এবং সেই দানাশস্য খেয়ে মারা যায় ময়ূরগুলি। মোটর খেতের চারিদিকে ছড়িয়ে ছিল মৃত ময়ূরগুলি।

আরও পড়ুন : গ্রাহকদের জন্য ‘২০২০ হ্যাপি নিউ ইয়ার অফার’ নিয়ে এল জিও

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দীনেশ কুমার নামের ওই কৃষক কিছুদিন আগে ফসল বপনের প্রস্তুতি নেয়, ইঁদুর, কাঠবিড়ালি ও অন্যান্য পশুপাখি যাতে ফসল খেতে না পারে তার জন্যই তিনি বীজে বিষ মিশিয়েছিলেন বলে জানা যায়। ২৩টি ময়ূরের মৃত্যুর মর্মান্তিক এই ঘটনাটির তদন্ত চলছে। দীনেশ কুমার নামের ওই কৃষককে মঙ্গলবার আদালতে তোলা হবে বলে জানান সহকারী বন সংরক্ষক ইকবাল সিংহ।

About Author