Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাথা ভর্তি সিঁদুর, দিওয়ালির সাজে মধুবনী-রাজা, দেখুন ছবি

ইদানিং অভিনেতা রাজা গোস্বামী ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনী ইন্সটাগ্রামে যথেষ্ট সক্রিয় থাকেন। সম্প্রতি দিওয়ালি উপলক্ষ্যে রাজা ও মধুবনী শেয়ার করলেন ফটো। মধুবনী প‍্যাস্টেল শেডের শাড়ি পরেছিলেন দিওয়ালির দিন এবং…

Avatar

ইদানিং অভিনেতা রাজা গোস্বামী ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনী ইন্সটাগ্রামে যথেষ্ট সক্রিয় থাকেন। সম্প্রতি দিওয়ালি উপলক্ষ্যে রাজা ও মধুবনী শেয়ার করলেন ফটো। মধুবনী প‍্যাস্টেল শেডের শাড়ি পরেছিলেন দিওয়ালির দিন এবং তার সাথে মানানসই অক্সিডাইজ্ড গয়না পরেছিলেন। রাজা অবশ্য ছিলেন তাঁর ডেনিম শার্ট ও ‘মেসি’ হেয়ারস্টাইল লুক নিয়েই। মধুবনী ও রাজা সবাইকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। মধুবনী ও রাজার দিওয়ালি ফটোশুট নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। তাঁরাও রাজা ও মধুবনীকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। রাজা ও মধুবনীর এই ফটোটি যথেষ্ট ভাইরাল হয়েছে।কিছুদিন আগেই মধুবনী ইন্সটাগ্রামে তাঁর প্রেগনেন্সির খবর জানিয়েছেন অনুরাগীদের। এছাড়া মধুবনী নিজের বেবি বাম্পের ফটো পোস্ট করেছিলেন। মধুবনীর মাতৃত্বের খবর শুনে নেটিজেনরা তাঁকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। রাজা ও মধুবনী সকলের কাছে তাঁদের আগত সন্তানের জন্য আশীর্বাদ চেয়েছেন।স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ভালোবাসা ডট কম’-এর সেট থেকে অভিনেতা রাজা গোস্বামী ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনীর বন্ধুত্ব শুরু হলেও একসময় তা পরিণত হয় প্রেমে। ‘ভালোবাসা ডট কম’-এর অনস্ক্রিন নায়ক-নায়িকা ওম-তোড়া ওরফে রাজা ও মধুবনী কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মুহূর্তে রাজা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য়। মধুবনীর হাতে বহুদিন ধরেই অভিনয়ের কাজ নেই। সম্প্রতি তিনি উত্তর কলকাতার আহিরিটোলায় ‘মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো’ নামে নিজের একটি বিউটি পার্লার খুলেছেন। প্রায়ই তাঁকে ইন্সটাগ্রামে নিজের বিউটি পার্লারের প্রচার করতে দেখা যায়। তবে করোনা পরিস্থিতির কারণে এখনও মধুবনীর বিউটি পার্লারে সেভাবে ভিড় জমছে না।
 
View this post on Instagram
 

A post shared by Raja Goswami (@raja.goswami007)

About Author