যেখানে সারাবিশ্ব করোনার মতো মারনব্যাধির আশঙ্কায় ভীতসন্ত্রস্ত, সেখানে আতঙ্ক এড়িয়ে একে অপরকে প্রকাশ্যে চুম্বন করলেন রাজ-শুভশ্রী। যদিও করোনা নিয়ে সচেতনতার কথা কিন্তু সবার আগে মাথায় হবে এ বার্তা বারেবারে দিয়ে যাচ্ছেন সকল সেলেবরা।
পরিচালক অভিনেত্রী জুটির নতুন সিনেমার কাজ শেষে মুক্তির দিনও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু করোনা আতঙ্কে সমস্ত প্রেক্ষাগৃহ জনশূন্য। সচেতনতা বজায় রাখতে সিনেমা মুক্তি আপাতত স্থগিত রাখতে হয়েছে, বন্ধ হচ্ছে একের পর সিনেমাহল। পিছিয়ে যাচ্ছে একাধিক ছবি মুক্তির তারিখ। একইভাবে ‘ধর্মযুদ্ধ’ সিনেমাটির মুক্তি নিয়েও গভীর অনিশ্চয়তা রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : স্বামীকে দিয়ে পা টেপালেন অভিনেত্রী শ্রাবন্তী, দেখুন ভিডিও
রাজ চক্রবর্তী প্রযোজিত ও পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছেন শুভশ্রী, সোহম, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র, স্বাতীলেখা সেনগুপ্ত সহ আরও অনেকে। এছাড়াও রাজের হাবজি গাবজি সিনেমাটির কাজও চলছিল বেশ জোরকদমে, তবে আগত বৃহস্পতিবার থেকে বন্ধ হতে পারে টলিপাড়ার কাজ এমন বিজ্ঞপ্তি ইতিমধ্যেই ঘোষনা হয়ে গিয়েছে।
হাবজি গাবজি ছাড়াও শুভশ্রী রিদ্ধি সেনের বিপরীতে বিসমিল্লাহ নামক ছবিতে কাজ করবেন ও অঙ্কুশের সঙ্গে ইতিমধ্যেই একটি ছবির শ্যুটিং ও শুরু হয়ে গিয়েছে যদিও ছবির নাম এখনও জানা যায়নি। করোনা আতঙ্ক পুরোপুরি কাটলে তবেই খুলবে প্রেক্ষাগৃহ। ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতার বার্তা দেবে রাজ এন্টারটেইনমেন্ট নিবেদিত ছবি ‘ধর্মযুদ্ধ’।
View this post on Instagram