Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভাসানে নাচলেন রাজ-শুভশ্রী, দেখুন সেই ভিডিও

রাজ-শুভশ্রী টলিউডের অন্যতম এক জুটি। বরাবরই খবরের শিরোনামে থাকে তারা। প্রায় দেড় বছরের বৈবাহিক সম্পর্কে রয়েছে তারা। সোশ্যাল মিডিয়ায় পুজোতে দুজনের একসাথে ছবি দেখে মুগ্ধ হয়েছিল নেটিজেনরা। কখনো হাত ধরে…

Avatar

রাজ-শুভশ্রী টলিউডের অন্যতম এক জুটি। বরাবরই খবরের শিরোনামে থাকে তারা। প্রায় দেড় বছরের বৈবাহিক সম্পর্কে রয়েছে তারা। সোশ্যাল মিডিয়ায় পুজোতে দুজনের একসাথে ছবি দেখে মুগ্ধ হয়েছিল নেটিজেনরা। কখনো হাত ধরে পুজো দেখা, আবার কখনোও বিজয়া দশমীতে সিঁদুর খেলতে দেখা গিয়েছে এই জুটিকে।

কিন্তু এই জুটি পুজোর ভাসানেও নাচতে ভালোবাসে এটা খুব একটা কেউ জানে না। বুধবার, ইনস্টাগ্রামে শুভশ্রীর এক ফ্যান ক্লাবে শুভশ্রীর ভাসান ড্যান্সের ভিডিও ছাড়া হয়। সেখানে দেখা যাচ্ছে শুভশ্রী কোমরে শাড়ি বেঁধে ভাসান ডান্স করছে। শুভশ্রীর সাথে রাজও নাচছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

ভাসান ড্যান্স SnR❤

A post shared by Subhashree Ganguly FC Howrah (@subhashreegangulyfanclubhowrah) on

About Author