শুভশ্রী যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন থেকে রাজ-শুভশ্রীর এক আলাদা ক্রেজ ছিল। এরপর ইউভান এর এন্ট্রি হয়, ক্রেজ আরও বাড়তে থাকে। একরত্তি ছেলে ইউভানের সঙ্গেই ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন টলিউডের মোস্ট গ্ল্যামারাস দম্পতি রাজ ও শুভশ্রী। সবমিলিয়ে দুইজনের ভালবাসার মুহূর্ত ভাগ হয়ে যায় ইউভানকে নিয়ে। কিন্তু আবারও ঘনিষ্ঠ হয়ে উঠলেন রাজ ও শুভশ্রী। একে অন্যের কাঁধে মুখ রেখে ছড়িয়ে দিচ্ছে উত্তাপ। আদরে আদরে মখামাখি শুভশ্রী। শেয়ার করলেন প্রেমের ছবি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপঞ্চমীর শুরুতেই রাজর্ষির প্রেম আবারও জমে উঠেছে। যারা এই সেলেব দম্পতির ফ্যান তাঁরা বহুদিন পরে এই দুইজনকে এইভাবে দেখে খুশি। পুজো শুরুর আগে রাজ-শুভশ্রীর ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। জল্পনা চলছে যে তাঁরা কি দুজন আবার নতুন কোন সিনেমার প্ল্যান করছে ‘পরিণীতা’ র মত?