Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Raj Kundra: জামিন মিলল না, পর্ন ছবির কাণ্ডে জেলে যেতে হল রাজ কুন্দ্রাকে, দেখুন ছবি

পর্ন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকার কারণে গত সোমবার মুম্বাই পুলিশ গ্রেফতার করলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রাকে। নীল ছবি বানিয়ে সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হয় এই অভিযোগ…

Avatar

By

পর্ন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকার কারণে গত সোমবার মুম্বাই পুলিশ গ্রেফতার করলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রাকে। নীল ছবি বানিয়ে সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হয় এই অভিযোগ আনা হয়। পুলিশসূত্র থেকে জানা গিয়েছে, এই ব্যাবসার অন্যতম মূল পান্ডা হলেন রাজ কুন্দ্রা। সব রকম তথ্য প্রমাণ সংগ্রহ করার পরই পুলিশ শিল্পার স্বামীকে গ্রেপ্তার করেছেন। বেশ অনেক দিন ধরে এই ঘটনার তদন্ত চলছিল। মুম্বাইয়ের পুলিশ কমিশনার জানিয়েছেন, ২০২১ এর ফেব্রুয়ারি মাসে নীল ছবি তৈরি করে সেগুলো বিশেষ ওয়েবসাইটে প্রকাশ করার একটি কেস মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এর মাধ্যমে রেজিস্টার্ড হয়।

তারপর থেকেই এই কেসের তদন্ত শুরু জয়। তখন থেকেই এই ইন্ডাস্ট্রি সঙ্গে যুক্ত মানুষদের খোঁজ চালাচ্ছে মুম্বাই পুলিশ, অবশেষে সব তথ্য প্রমাণ এসেছে রাজ কুন্দ্রার বিরুদ্ধে। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছেন কুন্দ্রা যে এই কাজে জড়িত সেই ব্যাপারে যথেষ্ট প্রমাণ আছে তাঁদের কাছে। যদিও রাজ কুন্দ্রা নিজের হয়ে বলেছেন, তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নন। মুম্বাই পুলিশের সব দাবি অস্বীকার করে অ্যান্টিসিপেটারি বেল চেয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Raj Kundra: জামিন মিলল না, পর্ন ছবির কাণ্ডে জেলে যেতে হল রাজ কুন্দ্রাকে, দেখুন ছবি

মঙ্গলবার সকালে মেডিক্যাল চেক-আপ করা হয় শিল্পা শেট্টির স্বামীর। মঙ্গলবার এই কান্ডের সাথে যুক্ত তাঁর সহকারী রায়ান থর্পকেও  গ্রেফতার করেন মুম্বাই পুলিস। এরপর মঙ্গলবারই মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতে তোলা হয় রাজ কুন্দ্রা এবং তাঁর সহকারী রায়ানকে। দুই বন্ধু জামিনের আর্জি জানালে তা খারিজ করে দেয় মুম্বাই আদালত। জানা গিয়েছে আগামী ২৩শে জুলাই চারদিন পর্যন্ত পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ ও রায়ানকে।

মুম্বাই পুলিশের কাছে রাজ কুন্দ্রার হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রমাণ ও রয়েছে। এও পর্ন ছবি থেকে উপার্জিত অর্থ নিয়েও আলোচনা ছিল ওই হোয়াটসঅ্যাপ চ্যাটে। রাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের একাধিক মামলা দায়ের হয়েছে। প্রতারণার মামলা অনুযায়ী ৪২০, অশ্লীল ছবি ও বিজ্ঞাপন তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার মামলা ২৯২ এবং ২৯৩ রুজু করা হয়েছে।

Raj Kundra: জামিন মিলল না, পর্ন ছবির কাণ্ডে জেলে যেতে হল রাজ কুন্দ্রাকে, দেখুন ছবি

শিল্পা এই সময় সুপার ড্যান্সারের বিচারক হিসেবে কাজ করছেন। এই সময় তিন জুহুর বাংলোতে ছিলেন। রাজের আচমকা গ্রেফতারিতে তিনি বেশ চিন্তিত। মঙ্গলবার তিনি রিয়ালিটি শোয়ের শ্যুটিং এ আসেননি। সবার থেকে, সমস্ত কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। স্বামীর জামিন মঞ্জুর না হওয়ায় চিন্তায় শিল্পা বেশ চিন্তায় আছেন।

About Author