সম্প্রতি কোলকাতায় একটি বেসরকারি হাসপাতালে রাজ ও শুভশ্রীর সন্তান ইউভানের জন্ম হয়। রাজ ও শুভশ্রীকে চলে টাউনের তারকা ও কলাকুশলীরা শুভেচ্ছা জানিয়েছেন। রাজের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীও রাজ ও শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়ে ইউভানের জন্য বেশ কিছু সুন্দর উপহার পাঠিয়েছিলেন। শুভশ্রী সেই উপহারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন যে,ইউভানের খুব পছন্দ হয়েছে মিমির দেওয়া উপহার। শুভশ্রী ও মিমির সুসম্পর্ক তাঁদের কেরিয়ারের শুরু থেকে আগাগোড়াই বজায় রয়েছে। ইদানিং শুভশ্রী নিজেও ইউভানের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করতে শুরু করেছেন। এছাড়া শুভশ্রীর ফ্যান ক্লাব থেকেও প্রায়ই রাজ,শুভশ্রী ও ইউভানের বিভিন্ন ছবি শেয়ার করা হচ্ছে।
রাজপুত্র ইউভানের নতুন ছবি তুমুল ভাইরাল নেট দুনিয়ায়, ছবি শেয়ার করলেন রাজ
সম্প্রতি রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সময় অ্যাকটিভ থাকছেন। তাঁর ও শুভশ্রীর পুত্রসন্তান ইউভানের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করছেন রাজ। বোঝাই যাচ্ছে,নিজের পিতৃত্বকে খুব সুন্দরভাবে উদযাপন করতে চাইছেন রাজ। শুক্রবার…

আরও পড়ুন