Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Yuvaan chakraborty: ইউভান যেন খুব তাড়াতাড়িই বড় হয়ে যাচ্ছে, বললেন রাজ চক্রবর্তী

ইউভান চক্রবর্তী! বয়স মাত্র ১বছর! মাথা ভর্তি একরাশ কোঁকড়ানো চুল, মিষ্টি হাসি দিয়ে সকলের মনে রাজ করছে এই একরত্তি। কিছুদিন আগেই ১বছরে পা দিয়েছে রাজশ্রী পুত্র। এর মধ্যেই ছোট্ট ইউভান…

Avatar

By

ইউভান চক্রবর্তী! বয়স মাত্র ১বছর! মাথা ভর্তি একরাশ কোঁকড়ানো চুল, মিষ্টি হাসি দিয়ে সকলের মনে রাজ করছে এই একরত্তি। কিছুদিন আগেই ১বছরে পা দিয়েছে রাজশ্রী পুত্র। এর মধ্যেই ছোট্ট ইউভান তার বাবা মা অর্থাৎ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে মালদ্বীপ উড়ে গিয়েছে। তাঁর এটাই প্রথম বিদেশ সফর বলে কথা তাই একটু স্পেশাল তো হবেই। ইতিমধ্য মালদ্বীপ থেকে এই একরত্তির নানান মিষ্টি ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়াতে। দিন যত যাচ্ছে, ছেলে যে খুব বড়ো হয়ে গিয়েছে। আর তাতেই বাবা খানিক অবাক… ‘কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ছেলে!’

মালদ্বীপে ঘুরতে গিয়ে ছেলের অনেক মজার মজার ছবি শেয়ার করেছেন রাজ। কখনো মায়ের কোলে চেপে এ নীল ছিলেন রাজ-শুভশ্রী। সেখান থেকেই রাজের শেয়ার করা ইউভানের এক সাম্প্রতিক ভিডিয়োতে দেখা যাচ্ছে মন কিছুটা খারাপ তাঁর। বাবা রাজ জানাচ্ছেন, সে খেলতে চায়। সেই জন্যই মুখ ভার। এর পরেই রাজ লিখছেন, “আমার ছোট্ট সোনা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে।” মা লিখছেন, “ব্যস্ত মানুষ”। এরপর অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি ইউভান এক বছরের জন্মদিন বাড়িতেই পুজো দিয়ে আর কেক কেটে উদযাপন করা হয়েছে। জন্মদিনের দিন মায়াপুরের ইস্কন থেকে কয়েকজন সন্ন্যাসীও এসেছিলেন। এদিন তাঁদের হাতে রাজশ্রীর বাটিতে অধিষ্ঠিত রাধাকৃষ্ণের মূর্তির অভিষেক হয়েছে। ইউভানের জন্মদিনের ঠিক সাত দিন আগেই রাজশ্রী ছেলেকে নিয়ে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়ে প্রথমবার সমুদ্র দেখতে পেয়ে খুব আনন্দ পেয়েছিল ইউভান৷ প্রথমবার মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পায়ে সমুদ্র ঘোরেন একরত্তি। সেই ছবিও ভাইরাল হয়।

কোভিড পর্বে অনেক ঝড় সামলেছেন শুভশ্রী আর রাজ। ইউভানের জন্মের আগে শুভশ্রীর শ্বশুরমশাইয়ের মৃত্যু, পরিবারের একাধিক সদস্য কোভিডে আক্রান্ত হয়েছেন, এমনকি নিজেও কোভিড আক্রান্ত হয়ে ছেলেকে ছাড়া থাকেন। পাশাপাশি ছেলেকে মানুষ করছেন। অন্যদিকে রাজ এখন পরিচালকের পাশাপাশি তিনি নবাগত বিধায়ক। তাই দুজনের কাছে এই ট্রিপ হল মুক্ত বাতাসের মতো। আর তিনজনেই এই বিদেশ ট্রিপ ভালোভাবে উপভোগ করেছে তা শুভশ্রী আর রাজের সোশ্যাল মিডিয়ার পেজই জানান দিচ্ছে। ফিরে এসে দুজনে কাজে ব্যস্ত হিয়ে পড়বেন আর এই ঘোরাটাই থাকবে কাজ করার অক্সিজেন।

About Author