Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আমি তোমাকে অসম্ভব ভালোবাসি’, শুভশ্রীকে লিখলেন রাজ

টলিউডের লাভ বার্ডস বললে এই নাম মাথায় আগে আসিবে। হ্যাঁ আর কেউ না এরা হলেন রাজ ও শুভশ্রী। প্রথমে কাজের সূত্রে আলাপ বহু বছর। তবে ২০১ সালে 'অভিমান' সিনেমাতে কাজের…

Avatar

By

টলিউডের লাভ বার্ডস বললে এই নাম মাথায় আগে আসিবে। হ্যাঁ আর কেউ না এরা হলেন রাজ ও শুভশ্রী। প্রথমে কাজের সূত্রে আলাপ বহু বছর। তবে ২০১ সালে ‘অভিমান’ সিনেমাতে কাজের পাশাপাশি প্রেম শুরু হয়। তারপর একদিন সবাইকে চমকে দিয়ে হঠাৎ করে এনগেজমেন্ট সেরেই নিলেন এই টলিউডের এই দুষ্টু মিষ্টি কাপল। রূপকথার থেকে কম রোমাঞ্চকর ছিল না রাজ-শুভশ্রীর প্রেমের গল্প। অনেক টানাপোড়েন, অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই জুটিকে। তারপর ধুমধাম করে ২০১৮ সালে ৬ ই মার্চ বিয়ে করলেন। ভালোবেসে ভক্তরা নাম দেন “রাজশ্রী” নামকরণ করেন। এরপর শুরু হয় এদের সুখের সংসার।

বিয়ের দুবছরের মাথায় রাজের সংসারে এসেছে রাজপুত্র ইউভান। ছেলেকে ভালোবেসে মা বাবা ডাকেন সিম্বা। ছেলের বয়স ৯ মাস এই সময়ে ছেলে স্ত্রীকে সময় দেওয়ার সাথে সাথে রাজ এখন বিধায়ক ও। ব্যারাকপুরের নতুন পরিবারের মানুষকে সময় দিচ্ছেন সাথে শুভশ্রী আর ইউভানের সাথে সময় কাটাচ্ছেন। ছেলে আসাতে স্ত্রীর ভালোবাসায় কোনো ভাটা আসেনি। বরং দিন দিন বেড়ে গিয়ে। এখন শুভশ্রীও মা হওয়ার পর কাজে ফিরেছেন। জি বাংলার ড্যান্স বাংলা ড্যান্সে বিচারক হিসেবে পা রাখলেন অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হাজার ব্যস্ততার মাঝে শুভশ্রীর জন্য এক আদুরে পোস্ট করলেন রাজ। আর নিজের স্ত্রীকে সকলের সামনে বললেন,’আমি তোমাকে অসম্ভব ভালবাসি’। নিজেদের বিয়ের দিনে বিবাহবাসরের কিছু মুহূর্তের ভিডিয়ো শেয়ার করলেন। রঙিন মুহূর্ত ৮০ দশকের মতো সাদাকালো করলেন। ২১ সেকেন্ডের ওই ভিডিয়োতে রাজের হাতে শুভশ্রীর সিঁদুরদান মূলত দেখা যাচ্ছে৷ সেই ভিডিয়োতে পুরোটা জুড়ে কনেসাজে শুভশ্রী৷ লজ্জায় বধূ নন বরং হাসিখুশি৷ বরবেশে রাজকে দেখে প্রথমে বাঁ চোখে বিশেষ ইঙ্গিত৷ তার পরেই হাসিতে ফেটে পড়লেন শুভশ্রী এছাড়াও আছে নব বরবধূর বাক্যালাপ। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘বস টু’ ছবির গান ৷ রাজের পরিচালনায় ছবিতে অভিনয় করেছিলেন জিৎ ও শুভশ্রী৷ এই ভিডিও শেয়ার হতেই টলিপাড়ার লাভ বার্ডসকে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

About Author