Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ-শুভশ্রী’র মধ্যে ধর্মযুদ্ধ! কি হল হঠাৎ?

রাজ-শুভশ্রীর সংসারে এখন খুশির জোয়ার। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজ পরিচালিত, শুভশ্রী অভিনীত ‘পরিণীতা’। মুক্তির দু’দিন পরেই তা ইউটিউব এবং টরেন্টে ফাঁস হয়ে গেলেও বক্স অফিসে ভালই ব্যবসা করেছে ওই…

Avatar

রাজ-শুভশ্রীর সংসারে এখন খুশির জোয়ার। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজ পরিচালিত, শুভশ্রী অভিনীত ‘পরিণীতা’। মুক্তির দু’দিন পরেই তা ইউটিউব এবং টরেন্টে ফাঁস হয়ে গেলেও বক্স অফিসে ভালই ব্যবসা করেছে ওই ছবি। এরই মধ্যে ‘সুখবর’ দিলেন শুভশ্রী। ইনস্টাগ্রামে ঘোষণা করলেন তাঁর পরবর্তী ছবির পোস্টার।

ছবির নাম ‘ধর্মযুদ্ধ’। এই ছবিতেও পরিচালকের ভূমিকায় দেখা যাবে রাজ চক্রবর্তীকে। মুখ্য ভূমিকায় থাকবেন শুভশ্রী নিজে। সূত্র বলছে, শুভশ্রী ছাড়াও ছবিতে থাকবেন সোহম এবং ঋত্বিক চক্রবর্তীও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

Our next #dharmayuddha

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

About Author