Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছোট্ট ইউভানের পা দুটি নিয়ে খেলা করছেন রাজ, ভাইরাল হল রাজ-পুত্রের ছবি

সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তী তাঁর ছেলে ইউভানের সাথে আরেকটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই ছবিতে ইউভানের মুখ দেখা যাচ্ছে না। রাজ তাঁর ছোট্ট ইউভানের পা দুটি নিয়ে খেলা…

Avatar

সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তী তাঁর ছেলে ইউভানের সাথে আরেকটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই ছবিতে ইউভানের মুখ দেখা যাচ্ছে না। রাজ তাঁর ছোট্ট ইউভানের পা দুটি নিয়ে খেলা করছেন ছবিতে। রাজ এই ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা রাজ ও ইউভানের ছবির প্রশংসা করেন। এই ছবির নিচে কমেন্ট করে রাজ-ঘরণী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও অনেক ভালোবাসা জানিয়েছেন। গত সেপ্টেম্বর মাসে জন্ম হয় রাজ ও শুভশ্রীর পুত্রসন্তান ইউভানের। তারপর থেকেই ইউভানের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন রাজ। এর ফলে ইউভান রীতিমত স্টারকিড হয়ে যায়। ইউভানের ছবি ও ভিডিও যথেষ্ট ভাইরাল হতে শুরু করে নেট দুনিয়ায়।

রাজ ইউভানের প্রচুর ফটো ও ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, নবজাতকের এভাবে সবসময় জনসমক্ষে নিয়ে আসা কি ঠিক! প্রকৃতপক্ষে ইউভান রাজের পরিবারের খুশির একমাত্র খড়কুটো। ইউভানের জন্মের আগে রাজের পরিবার এক নিদারুণ বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। লকডাউনের সময় কার্ডিয়াক অ্যারেস্ট ও করোনা আক্রান্ত হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা। এরপর রাজের সমগ্র পরিবারকে কিছুদিন কোয়ারেন্টিনে থাকতে হয়। রাজের মা স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন। এর কিছুদিন পরেই ছোট্ট ইউভানের জন্ম হয়। রাজের পরিবারে একঝলক খুশির হাওয়া নিয়ে আসে ইউভান। ইউভানকে নিয়ে মেতে ওঠে পরিবার। এমনকি রাজের মা-ও তাঁর নাতিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিছুদিন আগে রাজ তাঁর মায়ের সঙ্গে ইউভানের ছবি শেয়ার করে মজা করে বলেছেন, তাঁর ভাগের আদরটা এবার ইউভানের দখলে চলে গেছে। ঠাকুমাকেও শোকের আবহ থেকে বের করে নিয়ে এসেছে ইউভান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শুভশ্রী ও পরমব্রত অভিনীত ফিল্ম ‘হাবজি গাবজি’। রাজ চক্রবর্তী এই ফিল্মটি পরিচালনা করেছেন। মোবাইল গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মের গল্প। শুভশ্রীর গর্ভাবস্থার শুরুর দিকে এই ফিল্মের শুটিং শেষ হয়ে গিয়েছিল। রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘প্রলয়’-এর পর আবারও এই ফিল্মে একসাথে কাজ করলেন পরিচালক রাজ ও অভিনেতা পরমব্রত জুটি।

View this post on Instagram

❤️

A post shared by Raj Chakrabarty ?? (@rajchoco) on

About Author