Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rain Forecast Update: এখনই থামছে না বৃষ্টি! আরও কয়েকদিন চলবে কলকাতাসহ অন্যান্য জেলায়, কবে থামবে?

বৃষ্টিমুখর ছুটির দিন রবিবার কাটালো বাঙালিরা। গত বৃহস্পতিবার রাত থেকে মরশুমের প্রথম বৃষ্টি শুরু হয়েছে এই বাংলায়। আর তারপর থেকে যেন বৃষ্টি পিছুই ছাড়ছে না রাজ্যের। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট…

Avatar

বৃষ্টিমুখর ছুটির দিন রবিবার কাটালো বাঙালিরা। গত বৃহস্পতিবার রাত থেকে মরশুমের প্রথম বৃষ্টি শুরু হয়েছে এই বাংলায়। আর তারপর থেকে যেন বৃষ্টি পিছুই ছাড়ছে না রাজ্যের। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে যে আগামী দু তিন দিন ধরে চলবে এই বৃষ্টি। এখনকি কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস। আজ রবিবার সকাল থেকেই মুখভার আকাশের। মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি এবং দুপুরের দিকে মুষলধারে বৃষ্টি হয় কলকাতায়। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও হয়েছে বৃষ্টি। কতদিন চলবে এই বৃষ্টি? লেটেস্ট আপডেট জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের মতে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। তারপর বুধবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে সোমবার এবং মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৃষ্টির জেরে আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিকটা কম থাকবে স্বাভাবিকের তুলনায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলিতেও। আগামী ২৪ ঘন্টায় মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। ২২ শে মার্চ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। তবে উত্তরের জেলায় ২৫ মার্চ পর্যন্ত হালকা বৃষ্টি চলতে পারে।

About Author