ক্রমে বাড়ছে তাপমাত্রা, সঙ্গে আর্দ্রতা—দুয়ে মিলে দক্ষিণবঙ্গের জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তবে এই গরমে খানিকটা স্বস্তির সম্ভাবনা দেখাচ্ছে হাওয়া অফিস। আগামী কয়েক দিন রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। সঙ্গে দমকা হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।
আজ, শুক্রবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে বলেও জানানো হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে ‘হলুদ সতর্কতা’। অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সেখানে ঝড়ের বেগ থাকবে প্রায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা।
বৃষ্টির প্রভাব তাপমাত্রায় কেমন হবে?
আজকের বৃষ্টির ফলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে গরমের প্রকোপ যে খুব একটা কমবে, এমনটা এখনই বলা যাচ্ছে না।
উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন?
এদিকে উত্তরবঙ্গে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করেছে। সেই কারণে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বর্ষার শুরু হলেও ভারী বৃষ্টিপাতের কোনো তৎক্ষণাৎ সম্ভাবনা এখনই নেই।
বর্ষা কবে পুরোপুরি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে?
এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেনি। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহের মধ্যভাগ থেকে বর্ষা ধীরে ধীরে রাজ্যের দক্ষিণাংশে ঢুকতে পারে। এর ফলে আগামী সপ্তাহ থেকে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরমে হাঁসফাঁস অবস্থা হলেও বৃষ্টির পূর্বাভাস কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিচ্ছে। এখন অপেক্ষা বর্ষার পূর্ণ প্রবেশের। ততদিন পর্যন্ত ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার মাঝে চলবে দক্ষিণবঙ্গের ‘ভ্যাপসা’ লড়াই।