নিউজরাজ্য

বুধবার পর্যন্ত ঝেপে বৃষ্টি, আজ দক্ষিণবঙ্গের ৩ জেলায় বর্ষণের সম্ভাবনা

আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিছুটা কমলেও আবারো বুধবার থেকে বৃদ্ধি পেতে পারে এই তাপমাত্রা

Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গের আবহাওয়া এই মুহূর্তে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য অনেকটাই আলাদা। আলিপুর আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমবে। কিন্তু তারপরে আবারো বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের পারদ। তবে উত্তরবঙ্গে এখনই বৃষ্টি থামছে না। দক্ষিণবঙ্গের তেমন একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্ট অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা কমবে। তবে আবারও বুধবার বা বৃহস্পতিবার এর দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের। আজ থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। আজ (শনিবার) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির পূর্বাভাস আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

Advertisement

অন্যদিকে এই তীব্র দাবদাহের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য রয়েছে কিছুটা সুখবর। আলিপুর আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এছাড়াও পরবর্তী তিন চার দিনের মধ্যে কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারপর থেকে তাপমাত্রার পারদ আবার বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement

তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আজও কালবৈশাখীর সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলবে না

Advertisement

Related Articles

Back to top button