বর্ষার বৃষ্টিতে যেন একেবারে কর্দমাক্ত অবস্থা উত্তরবঙ্গের। যখন তখন বৃষ্টি নামছে উত্তরের প্রায় প্রত্যেকটি জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় এখন উত্তরবঙ্গের নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। যখন তখন পাহাড়ি এলাকায় ধস নামতে শুরু করেছে এবং দৃশ্যমানতা অনেকটা কমে গেছে। সমতলের নদী সংলগ্ন এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা হয়েছে গৌড়বঙ্গের তিনটি জেলাতেও। আগামী তিন দিন ধরে উত্তরবঙ্গের একাধিক জায়গায় লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ভোটের দিন কি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে? এই নিয়ে বিশেষজ্ঞরা বলছেন ভোটের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। যেহেতু পাঞ্জাব থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে তাই এই মৌসুমী অক্ষরেখার জন্য বৃষ্টিপাত হবার সম্ভাবনা প্রবল। মৌসুমী বা নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর দিকে অগ্রসর হতে থাকবে বলে তাদের ধারণা রয়েছে। সেই কারণে বর্ষার বৃষ্টি হলেও হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের এলাকা এবং গৌড়বঙ্গে মৌসুমী বায়ুর কারণে ব্যাপক বৃষ্টি হবে
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনির্বাচনের দিন বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে প্রত্যেকটি জেলা প্রশাসনকে প্রয়োজন মত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। ইতিমধ্যেই সেই মত প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে প্রতিটি জেলায়। ভোটারদের যাতে ভিজতে না হয় তার জন্য প্রত্যেকটি বুথের সামনে ত্রিপল টাঙানো হয়েছে। এছাড়াও প্যান্ডেল করার নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি যে সমস্ত জায়গায় নদী রয়েছে সেখানে নজর রাখার কথা বলা হয়েছে জেলা প্রশাসনকে।