Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উন্মুক্ত পিঠ, বক্ষযুগল ঢাকা ছোট্ট কাপড় দিয়ে! Raima-র টপলেস পোস্ট তুলুল ভাইরাল

রাইমা সেন মহানায়িকা সুচিত্রা সেনের ছোট নাতনি আর মুনমুন সেনের মেয়ে। রাইমা খুব অল্প বয়সে গডমাদার ছবিতে অভিষেক করেছিলেন। টলিউড আর বলিউডে একের পর ছবিতে কাজ করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।…

Avatar

By

রাইমা সেন মহানায়িকা সুচিত্রা সেনের ছোট নাতনি আর মুনমুন সেনের মেয়ে। রাইমা খুব অল্প বয়সে গডমাদার ছবিতে অভিষেক করেছিলেন। টলিউড আর বলিউডে একের পর ছবিতে কাজ করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। হইচইয়ের ওয়েব সিরিজ হ্যালোর তিনটি সিজনে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন রাইমা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘হ্যালো’র তৃতীয় সিজনের ট্রেলার। আর এই ওয়েবসিরিজে প্রিয়াঙ্কা আর রাইমার নগ্ন অবস্থার দৃশ্য রয়েছে এই ছবিতে। যা দেখে বেশ অবাক হন দর্শকেরা। এই ওয়েব সিরিজে রাইমা সেনের অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।

সিনেমার পাশাপশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় অভিনেত্রী। প্রায়ই শেয়ার করেন নিজের নানা ছবি। শাড়ি পড়ে সাবেকি লুকে ঠিক যেন সুচিত্রা দেবীর মুখের আদলে দেখতে লাগেন। শাড়ি পড়া সাদা কালো বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই রীতিমতো ভাইরাল হয়ে যায়। অনবদ্য অভিনয় দিয়ে বলিউড আর টলিউডেও কাজ করছেন অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর আরো একটি উষ্ণতা মাখানো পোস্ট। এবারে টপলেস অবতারে ছবি দদিলেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। উন্মুক্ত পিঠে কোনো জামা ছাড়াই ছবি দিলেন। পরনে ব্লু ডেনিম জিন্স, বুকের সামনে একটা কাপড় দিয়ে আড়াল করেছেন স্তনযুগল। খোলা চুলে আর নিউড মেক আপে আর চোখের এক্সপ্রেশনে ঘায়েল বহু জন। এই ছবিতে অভিনেত্রীর শরীরের প্রতিটা খাঁজ স্পষ্ট। তবে এই বোল্ড ছবি দেখে একদিকে নেটিজেনরা প্রশংসা করেছেন অন্যদিকে নানান ভাবে কটাক্ষ করেছেন। এসব পাত্তা না দিয়ে নিজের মতো করে ছবি তোলেন অভিনেত্রী। নিমেষে ভাইরাক হয় এই পোস্ট।

About Author