নয়া দিল্লি : নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত জানিয়েছেন এবার থেকে রেলওয়ে খুব শীঘ্রই নেবে ইউজার ফিজ। আগের তুলনায় স্টেশনগুলিকে রিডেভেলপ করা হচ্ছে। যাদব। এমনকি সমস্ত প্রধান রেলওয়ে স্টেশনকে আপগ্রেড করা হবে, যেখানে থাকবে নতুন ব্যবস্থা এবং নতুন প্রযুক্তি।
এবার থেকে ৭০০-১০০০ স্টেশনে ইউজার ফিজ নিতে চলেছে রেল। বহুদিন ধরেই কেন্দ্র রেলে বেসরকারি পুঁজি আনার চেষ্টা করছে। তাই প্রাথমিক ভাবে ৫০টি রেল স্টেশনকে রিডেভেলপ করা হবে, আর ওই রিডেভেলপড স্টেশনগুলিকে বলা হবে রেলোপলিস।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবিশ্বমানের পরিষেবা দিতে গেলে রেলের এই টাকাটি লাগে। তাই ইউজার চার্জ হিসেবে খুব অল্প টাকাই নেওয়া হবে বলে জানিয়েছেন, রেলবোর্ডের সিইও ভিকে বলে জানান রেল বোর্ডের সিইও তথা চেয়ারম্যান। কিন্তু সব স্টেশনে ইউজার চার্জ নেওয়া হবে না। যেসব স্টেশনে আগামী পাঁচ বছরে ১০-১৫ শতাংশ ভিড় আরো বাড়বে, সেখানেই নেওয়া হবে ইউজার চার্জ।