Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ট্রেন চললেও প্ল্যাটফর্মে থাকবে না হকার, রোজগার হারানোর দুশ্চিন্তায় বহু মানুষ

কলকাতা : কেন্দ্র এবং রাজ্যের সম্মিলিত সম্মতি পেলেই ট্রেন চালাবে রেল। আনলক-৪ এ এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কোভিড পর্বে রেলও নতুন কিছু নিয়মকানুন জারি করতে চলেছে। এই নিউ নর্মাল…

Avatar

কলকাতা : কেন্দ্র এবং রাজ্যের সম্মিলিত সম্মতি পেলেই ট্রেন চালাবে রেল। আনলক-৪ এ এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কোভিড পর্বে রেলও নতুন কিছু নিয়মকানুন জারি করতে চলেছে। এই নিউ নর্মাল বিষয়টি হল এবার থেকে রেলের প্ল্যাটফর্ম থাকবে হকার মুক্ত।

লোকাল ট্রেন চলাচল শুরু হলে, বদলাবে স্টেশন চত্বর। যাত্রীদের যাতায়াতের পথ। প্ল্যাটফর্মে হকারদের প্রবেশও নিষিদ্ধ হতে চলেছে। আনলকের ফোরে মেট্রো, লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেলমন্ত্রক। বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কথা চলছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রেল নিয়ম মানলে, রাজ্যের আপত্তি নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু নিয়ম কী হবে? পূর্ব রেল সূত্রে খবর, অফিস টাইমে প্রথমেই খুব বেশি ভিড় হবে না বলে তাদের ধারণা। তবুও, সংক্রমণ রুখতে প্রথম থেকেই ব্লু-প্রিন্ট কার্যকর করা হবে। শিয়ালদহ স্টেশনে বসছে অটোমেটিক থার্মাল স্ক্রিনিং মেশিন৷ শহরতলির স্টেশনে ঢোকা ও বেরনোর পথ আলাদা৷ ঢোকা-বেরনোর পথে নজরদারি করবেন রেলকর্মীরা৷

ডিআরএম, শিয়ালদহ শৈলেন্দ্র প্রতাপ সিং, জানিয়েছেন, ‘‘অটোমেটিক থার্মাল স্ক্যানার থাকবে। যাত্রীদের ঢোকার সময়ই শরীরের তাপমাত্রা পরীক্ষা। তাপমাত্রা বেশি থাকলে অটোমেটিক থার্মাল স্ক্যানার জানান দেবে৷’’ তবে ঘোরতর সমস্যায় পড়তে চলেছেন হকাররা। স্টেশন চত্বরে আপাতত হকারদের প্রবেশ নিষেধ ৷ প্ল্যাটফর্মে কোনও দোকান-গুমটি খুলবে না৷

কোভিড আবহে প্ল্যাটফর্মে দোকান বন্ধ থাকবে। কোনও দোকান খোলা যাবে না। কোভিড পরবর্তী সময়ে এবিষয়ে ভাবনাচিন্তা হবে নতুন করে গ্যালপিং ট্রেন বেশি চলবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেলমন্ত্রক।

কিন্তু হকারমুক্ত হলে রেল প্ল্যাটফর্ম চত্বর পরিস্কার থাকবে সন্দেহ নেই। কিন্তু পেটে তান পড়বে বহু মানুষের। যারা সারাজীবন প্ল্যাটফর্মে হকারি করে জীবিকা নির্বাহ করে এসেছে, তাদেরকেও এখন নতুন জীবিকার কথা ভাবতে হবে।

About Author