রেলপথে চলাচলে ফের ছন্দপতন। হাওড়া ডিভিশনের ব্যান্ডেল–কাটোয়া শাখায় আগামী ১৩ দিন একজোড়া লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। রাতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে নিত্যযাত্রীদের সাময়িক অসুবিধার আশঙ্কা তৈরি হয়েছে।পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার অর্থাৎ ১৮ অগস্ট থেকে ৩০ অগস্ট পর্যন্ত প্রতিদিন রাতের বেলায় অন্তত তিন ঘণ্টা ট্রাফিক ব্লক রাখতে হবে। নবদ্বীপ ধাম এবং পাটুলি স্টেশনের মধ্যবর্তী আপ লাইনে কাজ চলবে। এর জেরে ব্যান্ডেল-কাটোয়া শাখায় ৩৭৭৪১ এবং ৩৭৭৪২ নম্বর লোকাল ট্রেন বাতিল থাকবে।সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল যাত্রীদের আগেভাগে সতর্ক করেছে। রেল কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা হিসেবে প্রয়োজনে বিশেষ ট্রেনের রুটে পরিবর্তন আনা হতে পারে। তবে ঠিক কোন ট্রেনগুলির ক্ষেত্রে রুট পরিবর্তন হবে, তা নির্ভর করবে রাতের রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির উপর। যাত্রীদের সর্বদা রেলের ঘোষণার দিকে নজর রাখতে বলা হয়েছে।রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া মূলত লাইন শক্ত করা, লেভেল পরীক্ষা, স্লিপার বদল এবং বৈদ্যুতিক সংযোগে প্রয়োজনীয় পরিবর্তনের মতো কাজে ব্যবহৃত হয়। এই কাজগুলি না হলে নিরাপদ যাত্রা নিশ্চিত করা কঠিন। তাই নিয়মিত রক্ষণাবেক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পূর্ব রেল নিত্যযাত্রীদের কাছে এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী সুবিধার কথা মাথায় রেখে এই কাজ বাধ্যতামূলক। সাময়িক অসুবিধা হলেও ভবিষ্যতে যাত্রা আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলেই আশা করা হচ্ছে।