বাম্পার অফার! ১০ টাকায় পাবেন ৫ জিবি ডেটা

Advertisement

Advertisement

Railtel এর পক্ষ থেকে বৃহস্পতিবার দেশের ৪ হাজারের ও বেশি স্টেশনে শুরু করা হয়েছে সার্ভিস। সেখানে গ্রাহক পাবেন হাই স্পীড ইন্টারনেটের সুবিধা। Railtel এর এই অফিসিয়াল সার্ভিস এ গ্রাহকদের কিছু চার্জ দিতে হবে বলে জানিয়েছে কোম্পানি। বলা বাহুল্য, এর আগে Railtel ৫৯৫০ এর ও বেশি স্টেশনে ফ্রি ওয়াইফাই সার্ভিস প্রদান করতো।

Advertisement

এই সুবিধা পেতে OTP বেসড ভেরিফিকেশনের পরে কানেকশন সক্রিয় হয়ে যাবে। প্রি প্রেইড প্ল্যানের সাথে গ্রাহক পাবেন ১ mbps এর স্পীড সহ ৩০ মিনিটের ওয়াইফাই ব্যবহারের সুবিধা। সেখানেই গ্রাহক ৩৪ mbps এর স্পীড চাইলে তাকে দিতে হবে কিছু চার্জ।

Advertisement

Railtel এর ১০ টাকার প্ল্যানটিতে দেওয়া হবে ৫ জিবি ডেটা। সেখানেই ১৫ টাকার প্ল্যানে দেওয়া হবে ১০ জিবি ডেটা। অন্যদিকে ২০ টাকার প্ল্যানে দেওয়া হবে ১০ জিবির ডেটা, তবে তার বৈধতা থাকবে ২ দিনের জন্য। রয়েছে ৪০ টাকা, ৫০ টাকা , ৬০ টাকা এবং ৭০ টাকার প্ল্যানও। গ্রাহক যদি ৭০ টাকার প্ল্যানটি নেন তবে তিনি পাবেন ৩০ দিনের জন্য ৬০ জিবি ডেটা ব্যবহারের সুবিধা, সাথে দেওয়া হবে ৩৪mbps এর স্পীডও।

Advertisement
Tags: railtel