টেক বার্তা

বাম্পার অফার! ১০ টাকায় পাবেন ৫ জিবি ডেটা

Advertisement
Advertisement

Railtel এর পক্ষ থেকে বৃহস্পতিবার দেশের ৪ হাজারের ও বেশি স্টেশনে শুরু করা হয়েছে সার্ভিস। সেখানে গ্রাহক পাবেন হাই স্পীড ইন্টারনেটের সুবিধা। Railtel এর এই অফিসিয়াল সার্ভিস এ গ্রাহকদের কিছু চার্জ দিতে হবে বলে জানিয়েছে কোম্পানি। বলা বাহুল্য, এর আগে Railtel ৫৯৫০ এর ও বেশি স্টেশনে ফ্রি ওয়াইফাই সার্ভিস প্রদান করতো।

Advertisement
Advertisement

এই সুবিধা পেতে OTP বেসড ভেরিফিকেশনের পরে কানেকশন সক্রিয় হয়ে যাবে। প্রি প্রেইড প্ল্যানের সাথে গ্রাহক পাবেন ১ mbps এর স্পীড সহ ৩০ মিনিটের ওয়াইফাই ব্যবহারের সুবিধা। সেখানেই গ্রাহক ৩৪ mbps এর স্পীড চাইলে তাকে দিতে হবে কিছু চার্জ।

Advertisement

Railtel এর ১০ টাকার প্ল্যানটিতে দেওয়া হবে ৫ জিবি ডেটা। সেখানেই ১৫ টাকার প্ল্যানে দেওয়া হবে ১০ জিবি ডেটা। অন্যদিকে ২০ টাকার প্ল্যানে দেওয়া হবে ১০ জিবির ডেটা, তবে তার বৈধতা থাকবে ২ দিনের জন্য। রয়েছে ৪০ টাকা, ৫০ টাকা , ৬০ টাকা এবং ৭০ টাকার প্ল্যানও। গ্রাহক যদি ৭০ টাকার প্ল্যানটি নেন তবে তিনি পাবেন ৩০ দিনের জন্য ৬০ জিবি ডেটা ব্যবহারের সুবিধা, সাথে দেওয়া হবে ৩৪mbps এর স্পীডও।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button