Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেল লাইনে ফাটলের কারণে হাওড়ায় ব্যাহত ট্রেন চলাচল, দেরিতে চলছে লোকাল ট্রেন

রেল লাইনে ফাটলের কারণে এবারে হাওড়া শাখায় রেল চলাচল ব্যাহত। হুগলির তারকেশ্বরের কৈকলা স্টেশনের কাছে সম্প্রতি রেল লাইনে ফাটল লক্ষ করা গেছে। সেই কারণে এদিন বেশ অনেক্ষণ ব্যাহত হলো রেল…

Avatar

রেল লাইনে ফাটলের কারণে এবারে হাওড়া শাখায় রেল চলাচল ব্যাহত। হুগলির তারকেশ্বরের কৈকলা স্টেশনের কাছে সম্প্রতি রেল লাইনে ফাটল লক্ষ করা গেছে। সেই কারণে এদিন বেশ অনেক্ষণ ব্যাহত হলো রেল চলাচল। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রেল লাইন মেরামত করার কাজ করা হয়। তবে এই ঘটনার কারণে বেশ অনেক্ষণ বন্ধ থাকে রেল চলাচল। বহু ট্রেন চলছে দেরিতে। ফলে স্বাভাবিকভাবে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা

জানা যায়, আজকে সকালে ৫ টা বেজে ৫০ মিনিটে তারকেশ্বর থেকে হাওড়ার ট্রেন ছাড়ে। এই ট্রেন ওই স্টেশনে আসতেই এই ট্রেন লাইনে ফাটলের বিষয়টি ধরা পড়ে। জানা যায়, এই লাইনে দুই পাতের মাঝে ফাঁক বড়ো হয়ে গিয়েছিল। ট্রেন চালক এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তারপরেই রেল কর্তৃপক্ষের তরফ থেকে সেখানে গিয়ে রেল লাইন মেরামতি করা হয়। তার ফলে স্বাভাবিকভাবে লাইনে ট্রেন চলাচলে দেরি হয়। ডাউন লাইনে কাজ চলার কারণে স্বভাবতই রেল দেরিতে চলতে শুরু করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সকালে এই ঘটনার কারণে ট্রেন দেরিতে চলতে শুরু করে ৭ টা পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল বলে জানা যায়। সাড়ে ৭টা থেকে আবার ট্রেন চলাচল শুরু হয় তবে সব ট্রেন দেরিতে চলে। এখনো সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। এখনো প্রতিটি ট্রেন দেরি করেই চলেছে। তবে আপ লাইনে কোনো সমস্যা নেই। ডাউন লাইনেই শুধুমাত্র সমস্যা হচ্ছে যাত্রীদের। তবে আর কিছুক্ষণের মধ্যে এই সমস্যা পুরোপুরি সমাধান করে ফেলা হবে বলে জানা গিয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।

About Author