Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গোপন ক্যামেরায় ধরা পড়ল রাহুল-পুনিয়ার রোম্যান্টিক চুমু, ভাইরাল ভিডিও

অভিশপ্ত ২০২০ কে জবাব দেওয়ার জন্য সলমন খান শুরু করে দিয়েছেন বিগ বস ১৪ ( Bigg Boss 14)। ৩ অক্টোবর বিগ বসের গ্র্যান্ড প্রিমিয়ার শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে…

Avatar

অভিশপ্ত ২০২০ কে জবাব দেওয়ার জন্য সলমন খান শুরু করে দিয়েছেন বিগ বস ১৪ ( Bigg Boss 14)। ৩ অক্টোবর বিগ বসের গ্র্যান্ড প্রিমিয়ার শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বিগ বস নিয়ে উত্তেজনার পারদ চড়ে বসেছে। এইবারের নতুন প্রোমোতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী হিনা খান, গওহর খান এবং অভিনেতা সিদ্ধার্থ শুক্লাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিমধ্যে বিগ বসের বাড়িতে প্রতিযোগী হিসেবে রয়েছেন নিক্কি তাম্বোলি, জ্যাসমিন ভাসিন, পবিত্র পুনিয়া, রাহুল বৈদ্য, জান কুমার শানু, রুবিনা দিলায়েক, অভিনব শুক্লা, সারা গুরপাল, নিশান্ত সিং মালকানি, শেহজেদ দেওল। ১৪ জন প্রতিযোগীকে নিয়ে জমে উঠেছে বিগ বস ১৪। এমনিতেই বিগবসের অন্দর মহলে ঘটে আজব আজব ঘটনা, রেষারেষি, কোলাহল। তাই নতুন কিছু যে ঘটবেই তা আর বলার অপেক্ষা রাখে না।

গায়ক রাহুল বৈদ্য প্রথম তাঁর আসর বসিয়েছিলেন প্রথম ইন্ডিয়ান আইডলের মঞ্চে। মিষ্টি গায়ক তখনই অনেকের মন জয় করে নিয়েছিলেন। এবারে সেই রাহুল এন্ট্রি পেয়েছেন বিগবসে! আর এন্ট্রি নিয়েই হাঁকিয়েছেন ছক্কা ! গোপন ক্যামেরার কথা জেনেও, একেবারে ঠোঁটে ঠোঁট রেখেছেন রাহুল আর পবিত্র পুনিয়া। করোনার মধ্যেও চুমুর ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়।

 

View this post on Instagram

 

Kiss of the day ? Are you guys tuned in for tonight’s episode of #BiggBoss14 on @colorstv

A post shared by Rahul Vaidya ??? (@rahulvaidyarkv) on

আপনি দেখছেন তো বিগ বস ১৪?

About Author