ইতিমধ্যে বিগ বসের বাড়িতে প্রতিযোগী হিসেবে রয়েছেন নিক্কি তাম্বোলি, জ্যাসমিন ভাসিন, পবিত্র পুনিয়া, রাহুল বৈদ্য, জান কুমার শানু, রুবিনা দিলায়েক, অভিনব শুক্লা, সারা গুরপাল, নিশান্ত সিং মালকানি, শেহজেদ দেওল। ১৪ জন প্রতিযোগীকে নিয়ে জমে উঠেছে বিগ বস ১৪। এমনিতেই বিগবসের অন্দর মহলে ঘটে আজব আজব ঘটনা, রেষারেষি, কোলাহল। তাই নতুন কিছু যে ঘটবেই তা আর বলার অপেক্ষা রাখে না।গায়ক রাহুল বৈদ্য প্রথম তাঁর আসর বসিয়েছিলেন প্রথম ইন্ডিয়ান আইডলের মঞ্চে। মিষ্টি গায়ক তখনই অনেকের মন জয় করে নিয়েছিলেন। এবারে সেই রাহুল এন্ট্রি পেয়েছেন বিগবসে! আর এন্ট্রি নিয়েই হাঁকিয়েছেন ছক্কা ! গোপন ক্যামেরার কথা জেনেও, একেবারে ঠোঁটে ঠোঁট রেখেছেন রাহুল আর পবিত্র পুনিয়া। করোনার মধ্যেও চুমুর ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়।Ghar ke sab kaam karlo khatam, kyunki ab scene paltega! #BiggBoss2020 #BB14 @BeingSalmanKhan pic.twitter.com/Cpa46o6fWa
— Bigg Boss (@BiggBoss) August 15, 2020
আপনি দেখছেন তো বিগ বস ১৪?View this post on InstagramKiss of the day ? Are you guys tuned in for tonight’s episode of #BiggBoss14 on @colorstv