Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের বলিউড-ক্রিকেটারের প্রেম, এই অভিনেত্রীকে মিস করছেন কে এল রাহুল

সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি ও ক্রিকেটার কে.এল.রাহুলের সম্পর্কে গুঞ্জন ভাসছে বলিউডের বাতাসে। সম্প্রতি এই গুঞ্জনকে আরো উস্কে দিয়ে UNO কার্ড খেলার একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে রাহুল জানিয়েছেন…

Avatar

সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি ও ক্রিকেটার কে.এল.রাহুলের সম্পর্কে গুঞ্জন ভাসছে বলিউডের বাতাসে। সম্প্রতি এই গুঞ্জনকে আরো উস্কে দিয়ে UNO কার্ড খেলার একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে রাহুল জানিয়েছেন তিনি তাঁর খেলার সঙ্গী আথিয়াকে মিস করছেন। ইতিমধ্যেই এই পোস্টটি ভাইরাল হয়েছে এবং আথিয়া ও রাহুলের সম্পর্ক নিয়ে বলিউডের ধারণাকে মজবুত করেছে। তবে আথিয়ার সঙ্গে আরো কিছু বন্ধুকে ‍ট‍্যাগ করেছেন রাহুল। কিন্তু নেটিজেনরা মনে করছেন বন্ধুদের আড়ালে আথিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন রাহুল।

এর আগেও থাইল্যান্ডে ছুটি কাটাতে যাওয়ার সময় আথিয়া ও রাহুলের সঙ্গে অন্যান্য বন্ধুরা ছিলেন। অনেকে বলছেন আথিয়া ও রাহুলের সম্পর্ক ‘ধরি মাছ, না ছুঁই পানি’র মতো। কিন্তু আথিয়ার অনুরাগীদের মধ্যে অনেকেই বলেছেন, একটি ছেলে এবং একটি মেয়ের সম্পর্ক যে সবসময় প্রেমের হয়, এই ধারণা সঠিক নয়। এমনও হতে পারে, আথিয়া হয়তো রাহুলের খুব ভালো বন্ধু যিনি রাহুলকে মানসিকভাবে বোঝেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক হয়েছেন রাহুল। তবে এই মুহূর্তে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের জন্য দেশের বাইরে রয়েছেন তিনি। ইতিমধ্যেই ভারত অধিনায়ক বিরাট কোহলি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার প্রেগনেন্সির কারণে বিসিসিআই-এর বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরে এসেছেন। বিরাট কোহলি শুধুমাত্র ভারতীয় দলের অধিনায়ক নন, তিনি দলের এন্টারটেইনারও বটে। এহেন অধিনায়কের বিহনে এখন ভারতীয় দলের প্লেয়ারদের অবসর সময় কাটছে UNO খেলেই।

About Author