এর আগেও একাধিক বার বাক্যবানে বিজেপিকে শানিয়েছেন রাহুল। কখনো খাদ্য দ্রব্য মূল্য তো কখনো আবার করোনা পরিস্থিতি নিয়ে। তবে এদিন তার আক্রমণের বিষয় ছিলো পরিযায়ী শ্রমিক।कोरोना संक्रमण के आँकड़े इस हफ़्ते 50 लाख और ऐक्टिव केस 10 लाख पार हो जाएँगे।अनियोजित लॉकडाउन एक व्यक्ति के अहंकार की देन है जिससे कोरोना देशभर में फैल गया।मोदी सरकार ने कहा आत्मनिर्भर बनिए यानि अपनी जान ख़ुद ही बचा लीजिए क्योंकि PM मोर के साथ व्यस्त हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) September 14, 2020
‘গোটা দুনিয়া ওদের মৃত্যু দেখেছে, একমাত্র মোদি সরকারের কাছে কোন খবর নেই’, পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে মোদিকে নিশানা রাহুলের
ভারত : ফের বাক্যবানে বিজেপিকে নিশানা করে তোপ দাগলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন “গোটা দুনিয়া ওদের মৃত্যু দেখেছে। একমাত্র মোদি সরকারের কাছে কোন…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?