Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কৃষি আইন নিয়ে আন্দোলনে চিনা আগ্রাসন নিয়ে মোদিকে তোপ রাহুল গান্ধীর

মঙ্গলবার 'খেতি বাঁচাও আন্দোলন'-এ বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী ফের চিনের আগ্রাসন নীতি নিয়ে মন্তব্য রাখেন। প্রতিবাদের সুরে তিনি জানান, কংগ্রেস ক্ষমতায় থাকলে ১৫ মিনিটে চিনকে ভারতের ভূখণ্ড থেকে তাড়িয়ে…

Avatar

মঙ্গলবার ‘খেতি বাঁচাও আন্দোলন’-এ বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী ফের চিনের আগ্রাসন নীতি নিয়ে মন্তব্য রাখেন। প্রতিবাদের সুরে তিনি জানান, কংগ্রেস ক্ষমতায় থাকলে ১৫ মিনিটে চিনকে ভারতের ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতাম। হরিয়ানার কুরুক্ষেত্র এবং কারনাল জেলায় হবে দু’দিন ব্যাপী চলবে রাহুল গান্ধীর ট্র্যাক্টর র‌্যালি। কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে একাধিক ট্র্যাক্টর র‌্যালির পরিকল্পনা রয়েছে তাঁর।

এর আগে পঞ্জাবে তিন দিনের ট্র্যাক্টর র‌্যালিতে অংশ নিয়েছিলেন রাহুল। কৃষি বিল নিয়ে প্রথম থেকেই সরব হতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। বেশ কয়েক দিন ধরেই দেশের বিস্তীর্ণ এলাকায় কৃষকরা কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। পাতিয়ালা সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী দেশের নানা সমস্যা নিয়ে কথা বলেন। মূলত কৃষকদের দুরবস্থার কথাই তিনি বলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, “আমাদের কাপুরুষ প্রধানমন্ত্রী বলছেন কেউ আমাদের ভূখণ্ডে ঢোকেনি। গোটা বিশ্বে ভারতই একমাত্র দেশ যার ১২০০ বর্গ কিলোমিটার এলাকা অন্য কোনও দেশ দখল করে বসে রয়েছে। আর উনি নিজেকে দেশভক্ত বলে বেড়াচ্ছেন। দেশের সবাই জানে, চিন আমাদের ভূখণ্ডে  ঢুকেছে। এটা কেন ধরনের দেশভক্তি!”

গতকাল তিনি জানান, “নরেন্দ্র মোদী এই কৃষিবিল এনে কৃষকদের একেবারে ধ্বংস করে দিলেন। মোদীজি আগেই ছোট দোকানদার ও ছোট ব্যবসায়ীদর রুট-রুজি নষ্ট করেছেন। এ বার তিনি দেশের খাদ্যসুরক্ষাকে বানচাল করে দিয়ে বড় বড় ব্যবসায়ীদের হাত শক্ত করলেন। কেন্দ্রে আমাদের সরকার ক্ষমতায় এলে এই কালা কানুন বাতিল করে দেব”।

 

 

About Author