লাদাখ সীমান্ত ইস্যুতে মোদি সরকারকে নিশানা করে রাহুল গান্ধী ট্যুইটারে লেখেন, “মোদি সরকার ভারতীয় সেনার পাশে নাকি চিনের?” রাহুল ট্যুইটারে আরো লেখেন, “আপনারা ক্রোনোলজিটা বুঝুন, প্রধানমন্ত্রী বলেন সীমান্তে কেউ ঢোকেনি৷ চিনের ব্যাঙ্ক থেকে মোটা ঋণ নেন৷ তারপর প্রতিরক্ষামন্ত্রী বলেন অনুপ্রবেশ হয়েছে৷ এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন অনুপ্রবেশ হয়নি৷ মোদি সরকার ভারতীয় সেনার সঙ্গে না চিনের সঙ্গে? এত ভয় কীসের?”অন্যদিকে এদিন রাজ্যসভায় ৭ জন সাংসদকে সাসপেন্ডের বিষয়ে রাহুল গান্ধী বলেন, “২০১৪ সালে মোদিজির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য। ২০১৪ সালে মোদি সরকার আদালতে জানায়, এই সুপারিশ রূপায়ণ তাদের পক্ষে সম্ভব নয়। ২০২০ সালে কৃষকদের জন্য কালা কানুন। মোদিজির উদ্দেশ্য পরিষ্কার”। এমনকি একের পর এক সরকারি সম্পত্তির বেসরকারিকরণের প্রস্তাবে রাহুল গান্ধি মোদি সরকারের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, দেশের যুবসমাজের কর্মসংস্থানের আশা শেষ করে দিচ্ছে এই সরকার।Mr Modi has destroyed the web of relationships that the Congress built and nurtured over several decades.
— Rahul Gandhi (@RahulGandhi) September 23, 2020
Living in a neighbourhood with no friends is dangerous. pic.twitter.com/OxGzzHoEYb
প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপের মূলে নরেন্দ্র মোদি, ফের কটাক্ষ রাহুল গান্ধীর
নয়াদিল্লি: প্রথম থেকেই এক জন যোগ্য বিরোধী দল নেতার পরিচয় দিয়েছেন কংগ্রেস প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এবার কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরো এক বার আক্রমণ করলেন কংগ্রেস…

আরও পড়ুন