Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জেসন রয়ের পরিবর্তে এই বিধ্বংসী ক্রিকেটারকে দলে নিতে চলেছে গুজরাট টাইটান্স

আইপিএলের মেগা নিলাম থেকে ২ কোটি মূল্যে ইংলিশ ওপেনার জেসন রয়কে কিনেছিল নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স! ইংলিশ ওপেনার জেসন রয় আন্তর্জাতিক ক্রিকেটে তার বিধ্বংসী পারফরমেন্স দ্বারা ইতিমধ্যে নজর কেড়েছেন। মেগা…

Avatar

আইপিএলের মেগা নিলাম থেকে ২ কোটি মূল্যে ইংলিশ ওপেনার জেসন রয়কে কিনেছিল নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স! ইংলিশ ওপেনার জেসন রয় আন্তর্জাতিক ক্রিকেটে তার বিধ্বংসী পারফরমেন্স দ্বারা ইতিমধ্যে নজর কেড়েছেন। মেগা নিলাম থেকে তাকে দলে নিতে পেরে সম্ভাব্য শক্তিশালী একাদশ সাজাতে শুরু করেছিল গুজরাট টাইটান্স। তবে গুজরাটের সেই পরিকল্পনায় বাধা হয়ে দাড়ালো ইংলিশ ক্রিকেটার জেসন রয়। ব্যক্তিগত কারণ দেখিয়ে হঠাৎই আইপিএল থেকে সরে দাঁড়ান তিনি। এরপর তার বিকল্প খোঁজা শুরু হয় গুজরাটের পক্ষ থেকে।

তবে মেগা নিলামে বিশ্বের সর্বোত্তম ক্রিকেটারদের ইতিমধ্যে ক্রয় করে নিয়েছে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো। অবশিষ্ট ক্রিকেটারদের মধ্যে থেকে জেসন রয়ের পরিবর্তক বেছে নিতে হবে গুজরাটকে। জানা গেছে, জেসন রয়কে হারানোর ধাক্কা সামলে তার পরিবর্ত খুঁজে নিয়েছে আমদাবাদ ভিত্তিক আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। তারা আফগানিস্তানের আগ্রাসী উইকেটকিপার-ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজকে দলে নিতে চলেছে বলে সূত্রের খবর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে গুজরাট টাইটান্সের পক্ষ থেকে অফিসিয়ালভাবে এ বিষয়ে কোন তথ্য প্রকাশ করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় জেসন রয়ের পরিবর্তক হিসেবে আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজকে গুজরাট কিনতে চলেছে বলে জানা গেছে। আমাদের মাধ্যম থেকে আপনাকে জানিয়ে রাখি, আফগানিস্তানের তরুণ এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বব্যাপী সমস্ত ঘরোয়া প্রিমিয়ার লিগে দাপটের সাথে খেলে বেড়াচ্ছেন। ২০ বছর বয়সী রহমানুল্লাহ এখনও পর্যন্ত আফগানিস্তানের হয়ে ৯টি ওয়ান ডে ও ২০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। আইপিএলের নিলামে তার বেসিক মূল্য ৫০ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল।

About Author