Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রয়াত প্রাক্তন আরজেডি নেতা রঘুবংশ সিং

প্রয়াত হলেন প্রাক্তন আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং। আজ সকালে দিল্লি এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। লালু প্রসাদ যাদবের তিন দশকের বন্ধু ছিলেন প্রাক্তন আরজেডি নেতা রঘুবংশ…

Avatar

প্রয়াত হলেন প্রাক্তন আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং। আজ সকালে দিল্লি এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। লালু প্রসাদ যাদবের তিন দশকের বন্ধু ছিলেন প্রাক্তন আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং। সূত্রের খবর সপ্তাহ খানেক আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রঘুবংশ।গতকাল রাতে তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে। এরপরে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু আজ সকালে দীর্ঘ লড়াই শেষ করে তিনি পরলোক গমন করেন। তিন দিন আগে হাসপাতালে বসেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন। সামনে বিহারে বিধানসভা নির্বাচন। সবাইকে চমকে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে চিঠি লিখে দল ছাড়ার ঘোষণা করেন।প্রসঙ্গত, ১৯৭৭ সালে প্রথম রাজনীতির ময়দানে পা রাখেন এরপর বৈশালী লোকসভা কেন্দ্র থেকে পাঁচবার সাংসদ। এমনকি ১৯৯৬ সালে জনতা দল এবং ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত আরজেডির হয়ে লোকসভার সাংসদ হয়েছেন। কিন্তু গত বছর লোকসভা নির্বাচনে লোক জনশক্তি পার্টির বীণা দেবীর কাছে হেরে যান আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং। এমনকি মনমোহন সিং সরকারের প্রথম ইউপিএতে গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন রঘুবংশ। অনেকের মতে একশো দিনের কাজ “মনরেগা” প্রকল্প তারই গুরুত্বপূর্ণ আবিষ্কার।
About Author