Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে রাধিকা, অপকটে জানালেন অভিনেত্রী

স্বস্তিকা দত্ত (swastika dutta) ওরফে রাধিকা ও ‘কি করে বলব তোমায়’টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন পাহাড়ের দেশ কালিম্পঙে। অপরদিকে স্বস্তিকার একটি ইন্সটাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে যেখানে রাধিকা লিখেছেন, তিনি নতুন করে…

Avatar

স্বস্তিকা দত্ত (swastika dutta) ওরফে রাধিকা ও ‘কি করে বলব তোমায়’টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন পাহাড়ের দেশ কালিম্পঙে। অপরদিকে স্বস্তিকার একটি ইন্সটাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে যেখানে রাধিকা লিখেছেন, তিনি নতুন করে থাকবেন কর্ণের কাছে। এদিকে স্বস্তিকা একটি সংবাদমাধ্যমে বলেছেন, রাধিকা সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিণত হতে চলেছে। তাঁর চরিত্রে আসছে নতুন শেড। রাধিকার সঙ্গেই কর্ণও নিশ্চয় পরিণত হবে। তবে জানা গেছে, আরো একটি নতুন চরিত্র আসতে চলেছে সিরিয়ালে। কিন্তু কে সে, তা জানা যায়নি। তাহলে কি সিরিয়াল নিতে চলেছে কয়েক বছরের লিপ?

কিছুদিন আগে এই ধারাবাহিকে রাধিকাকে দেখা গিয়েছিল নার্সের ভূমিকায়। কর্ণের পরিবার তার স্ত্রী রাধিকাকে কর্ণের থেকে আলাদা করে দিয়েছে। এদিকে কর্ণ অসুস্থ। তার জন্য নার্সের খোঁজ করে তার পরিবার। অসুস্থ কর্ণের সেবা করতে নার্স সেজে কর্ণের বাড়িতে প্রবেশ করে রাধিকা। পরিবারের সদস্যরা রাধিকাকে চিনতে পারে না। ঘটনাচক্রে নার্সরূপী রাধিকা ও কর্ণ কাছাকাছি চলে আসে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কর্ণ ও নার্সরূপী রাধিকার অন্তরঙ্গ ভিডিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে দর্শকদের কাছে। ফ্যাশন ডিজাইনার রাধিকার বিয়ের দিন সে লগ্নভ্রষ্টা হয়। এরপর রাধিকা কর্ণের কোম্পানিতে চাকরি করা শুরু করে। কর্ণ ও রাধিকার মধ্যে বন্ধুত্ব তৈরী হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়। একসময় তাদের বিয়ে হয়ে যায়।

সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে রাধিকা, অপকটে জানালেন অভিনেত্রী

বিয়ের পর রাধিকা ও কর্ণের মধ্যে তৈরী হয় ভুল বোঝাবুঝি। শুরু হয় টানাপোড়েন। কিন্তু তার মধ্যেও কখনও কখনও তৈরী হয় খুনসুটির মুহূর্ত। আপাতত রাধিকা ও কর্ণের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার। রাধিকার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত এবং কর্ণের চরিত্রে অভিনয় করছেন ক্রুশল আহুজা (krushal ahuja)।

About Author