তবে এই ছবি শেয়ারের পর অভিনেত্রীর কমেন্ট বক্সে এসেছে একাধিক কটাক্ষ। একজন নেটিজেন সুপারহিট ট্রেন্ডিং হিন্দি গানের লাইন তুলে লিখেছেন ‘ম্যায় পানি পানি হো গয়ি’। আবার আরেকজনের প্রশ্ন, ‘ক্যামেরায় কে ছিল? কাঞ্চন দা বুঝি’ তবে শ্রীময়ী বরাবরের মতোই এবারেও চুপ থাকা শ্রেয় মনে করেছেন।উল্লেখ্য, এবছর দুর্গাপুজোর সময়েও কাঞ্চনের সঙ্গে ফ্রেমবন্দী হয়েছিলেন শ্রীময়ী। নবমীর রাতে দুজনে ম্যাচিং করে ট্র্যাডিশনাল সাজে ধরা দেন। এদিন৷ দুজন ঘিয়ে ও লাল কালোর মিশেলে ডিজাইনার শাড়ি, স্লিভলেস ব্লাউজে সেজেছিলেন অভিনেত্রী আর কমেডিয়ান কাঞ্চনকে। এই ছবি শেয়ার করে ক্যাপশনে শ্রীময়ী লিখলেন, ‘শারদীয়া শুভেচ্ছা। হাজারো বাধা সত্ত্বেও সুন্দর মুহূর্তগুলোকে বন্দি করে স্মৃতি বানানো বন্ধ করিনি আমরা। তাই প্রত্যেক বছরের মতো ছবি তোলা জরুরি।’
Sreemoyee Chattaraj: বাথটবে সাদা টাওয়াল পড়ে জলকেলিতে মত্ত রাধারানী, নেটনাগরিকের প্রশ্ন, ‘ছবিটা কি কাঞ্চনদা তুললেন?’
শ্রীময়ী চট্টরাজ! এই নামটার থেকে অভিনেত্রীকে রাধারাণী নামে ডাকতে বেশি পছন্দ করে দর্শক। এই অভিনেত্রী বেশ কয়েক মাস আগে পেজ থ্রিয়ের শিরোনামে উঠে এসেছিলেন। নেপথ্যে ছিলেন কাঞ্চন মল্লিকের সাথে তাঁর…

By

আরও পড়ুন