ভাইরাল & ভিডিও

(Rachna Tiwari) নাচতে নাচতে শরীরের ভিতর জল ঢাললেন রচনা, হতবাক গ্রামের কাকারা

Advertisement

Advertisement

রাগনী নৃত্যশৈলীকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দিয়েছেন সপনা চৌধুরী (Sapna Choudhary)। আর্থিক সমস্যার কারণে অত্যন্ত অল্প বয়সে রাগনীর মঞ্চে এসেছিলেন সপনা। কিন্তু রচনা তিওয়ারি (Rachna Tiwari) এসেছিলেন প‍্যাশনের কারণে। রচনার জনপ্রিয়তা তৈরি হয়েছে 2018 সাল থেকে। ইদানিং তিনি বিখ্যাত ‘ওয়াটার ডান্স’-এর কারণে। রচনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে ভাইরাল হয়ে চলেছে। অধিকাংশ ভিডিওয় তাঁকে দেখা যাচ্ছে জলের বোতল হাতে নিয়ে মঞ্চে উঠে নৃত্যের তালে তালে নিজেকে ভিজিয়ে দিতে।

Advertisement

নতুন বছরে রচনার আরও একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি 2018 সালে আয়োজিত ‘ঘঙ্ঘোলা রাগনী প্রতিযোগিতা’-র। এই প্রতিযোগিতায় রচনাও অংশগ্রহণ করেছিলেন। লোকসঙ্গীত শিল্পী নরেন্দর ভাগানা (Narennder Bhagana), ইউসুফ খান (Yusuf Khan), নরেন্দর ছাবরিয়া (Narender Chavriya)-র গাওয়া গান ‘নয়ি সি বোতল লা’-র সাথে নৃত্য পরিবেশন করেছেন রচনা। তাঁর পরনে রয়েছে লাল রঙের ডিপ নেকলাইনের পাতিয়ালা সালোয়ার-কামিজ। কামিজ জুড়ে রয়েছে সোনালি জরির কারুকার্য। ভিডিওর শুরু থেকেই রচনার হাতে রয়েছে মিনারেল ওয়াটারের বোতল। বোতল থেকে মঞ্চে উপস্থিত পুরুষদের দিকে জল ছুঁড়ে নাচ শুরু করেন রচনা।

Advertisement

অপরদিকে পুরুষ দর্শকদের একাংশ মঞ্চে উঠে তাঁর উপর টাকার বর্ষা করতে শুরু করেন। নাচ যত এগোতে থাকে, রচনাও কামিজের ভিতর জল ঢেলে নিজেকে ভিজিয়ে নিতে থাকেন। একসময় ভিজে কামিজের মাধ্যমে ফুটে ওঠে রচনার দেহের গঠন। ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত প্রৌঢ় ব্যক্তির মুখে বোতল থেকে জল ঢেলে দেন রচনা। যদিও নাচের তুলনায় মঞ্চের উপর লাফ-ঝাঁপই বেশি করেছেন রচনা।

Advertisement

কিন্তু তাঁর ওয়াটার ডান্সের জন্য বিশেষ অঙ্কের অর্থ নেন রচনা। ওয়াটার ডান্সের সাথে অবশ্য বাদ যায় না বুটি ডান্সও। এখনও অবধি রচনার এই ভিডিওটি অতিক্রম করেছে সাড়ে সতের লক্ষের বেশি ভিউ।