এই ঝলক দেখে অধিকাংশই লিখেছেন, টেলিভিশনের পর্দায় মেকাপ করে থাকেন তিনি। আর তা নাহলে মেকাপ ছাড়া তাকে চেনাই যায় না। আবার কেউ সরাসরি অভিনেত্রীকে বুড়ির তকমা দিয়েছেন। তবে এই সমস্ত কথায় যে অভিনেত্রীর কিছুই যায় আসে না, তা আবারো প্রতিক্রিয়াহীন হয়েই প্রমাণ করে দিয়েছেন তিনি।উল্লেখ্য, ইতিমধ্যেই অভিনেত্রী নিজের ইউরোপ সফরের বেশ কিছু ঝলক শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টার পাতায়। অভিনেত্রীর পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যের ঝলকও মিলেছে তার শেয়ার করে নেওয়া পোস্টে। এদিন এই পোস্ট শেয়ার করে পার্ক সারাজেভোকের সৌন্দর্যের বিবরণ দিয়েছেন নিজের ক্যাপশনেই। উল্লেখ্য, এটি বসনিয়া ও হার্জেগোভিনার রাজনৈতিক, আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। পাশাপাশি এটি বলকান অঞ্চলের সংস্কৃতির একটি বিশিষ্ট শহরও বটে।
মেকাপ ছাড়া দেখতে ‘বুড়ি’, কটাক্ষের শিকার অভিনেত্রী Rachana Banerjee
জি বাংলার 'দিদি নম্বর ১' রচনা ব্যানার্জী। দীর্ঘসময় ধরেই জি বাংলার পর্দায় একজন সফল সঞ্চালিকা হিসেবেই দেখা মেলে তার। বড়পর্দা থেকে নিজেকে সরিয়ে নিলেও, এই মুহূর্তে ছোটপর্দার দিদি তিনি। তার…

আরও পড়ুন