Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছোট ড্রেসে উন্মুক্ত নাভি, হলুদ সানগ্লাস পরে তুমুল নাচলেন ‘দিদি নম্বর ওয়ান’-এর রচনা, ভাইরাল ভিডিও

সম্প্রতি অভিনেত্রী রচনা ব্যানার্জি তাঁর বন্ধুর বার্থডে সেলিব্রেশন পার্টিতে গিয়েছিলেন। তাঁর পরনে ছিল ইমোজি আঁকা সাদা শার্ট। তার সঙ্গে মানানসই করে অভিনেত্রীর চোখে ছিল হলুদ সানগ্লাস। পার্টিতে যাবার পথে গাড়িতে…

Avatar

সম্প্রতি অভিনেত্রী রচনা ব্যানার্জি তাঁর বন্ধুর বার্থডে সেলিব্রেশন পার্টিতে গিয়েছিলেন। তাঁর পরনে ছিল ইমোজি আঁকা সাদা শার্ট। তার সঙ্গে মানানসই করে অভিনেত্রীর চোখে ছিল হলুদ সানগ্লাস। পার্টিতে যাবার পথে গাড়িতে টাইমপাস করার জন্য রচনা বানিয়েছেন একটি ইন্সটাগ্রাম রিল। বলিউড ফিল্ম ‘শুদ্ধ দেশি রোম্যান্স’-এর জনপ্রিয় গান ‘তেরে মেরে বিচ মে’-এর সঙ্গে রচনার পারফরম্যান্স ছিল একদম ‘শরারতি’। রচনা ইন্সটাগ্রামে রিলটি পোস্ট করতেই দ্রুত তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে অনেকে রচনাকে ওড়িয়া মিউজিকের সঙ্গে একটি ইন্সটাগ্রাম রিল বানাতে বলেছেন।  প্রসঙ্গত, রচনা একসময় ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন।

কিছুদিন আগেই রচনা নিজের ছেলে ও কাছের বন্ধুদের সাথে জন্মদিন সেলিব্রেট করেছেন। জন্মদিনের থিম ছিল ‘চামেলি’। রচনাকে সেখান মেরুন শাড়ি,সবুজ হল্টারনেক ব্লাউজে অনন্যসুন্দরী লেগেছে।বিশেষত,রচনার হেয়ারস্টাইল ছিল লক্ষ্য করার মত।হলুদ ও কমলা রঙের গাঁদা ফুল দিয়ে হেয়ারস্টাইল করেছিলেন তিনি।তবে জন্মদিনে সারাটা দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোশাকে ছবি শেয়ার করেছেন তিনি। লকডাউনের জন্য দীর্ঘ দিন ঘরে বন্দি থেকে সবাই হাঁপিয়ে উঠেছিলেন।তাই রচনার জন্মদিনে একটি পার্টি অ্যারেঞ্জ করেন রচনা নিজেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই পার্টিতে উপস্থিত ছিলেন রচনার কাছের বন্ধু অভিনেত্রী কনীনিকা ও শ্রেয়া পান্ডে। প্রত্যেকেই সেজেছিলেন ‘চামেলি’ সাজে। কিন্তু সবার সঙ্গী ছিল মাস্ক এবং স্যানিটাইজার।এই পার্টির বিভিন্ন ছবি রচনা আগেই পোস্ট করেছিলেন। এই পার্টিতে তাঁর নাচের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল।বহুদিন পর ‘রানি মেরে সাথ,মাল ফুক ফুক লে’ গানে তাঁর নাচ নেটিজেনদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। এই ভিডিওটি ইন্সটাগ্রামে বিভিন্ন পেজ থেকে শেয়ার হয়েছিল। রচনার নাচের প্রশংসা করেছিলেন নেটিজেনরা।

About Author