বন্ধুর বার্থডে পার্টির সেলিব্রেশন চলছিল একটি ক্রুজে। সেখানে রীতিমত বলিউড স্টাইলে নেচে ইন্সটাগ্রাম রিল তৈরী করে পোস্ট করলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। রচনার এই রিলটি যথেষ্ট ভাইরাল হয়েছে। এর আগেও নিজের বার্থডে পার্টিতে ‘রানী মাল ফুক ফুক লে’ গানের সঙ্গে নেচে তুমুল ভাইরাল হয়েছিলেন রচনা।
রচনা মূলত ঘরে ঘরে ‘দিদি নং 1’ শোয়ের দৌলতে বেশি পরিচিত। একসময় অভিনেত্রী হিসাবে প্রশংসিত হলেও টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি ‘দিদি নং 1’- এর টিআরপি বাড়িয়ে দিয়েছে। রচনার পরিবর্তে একবার দেবশ্রী রায়কে শোয়ের সঞ্চালক হিসেবে আনা হলেও দর্শকদের মন ছুঁতে পারেননি দেবশ্রী। তাই রচনাকেই আবার এই শো-তে ফিরিয়ে আনা হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরচনার জনপ্রিয়তার আরেকটি কারণ হলো তাঁর মানবিকতা। টলিউডের বহু দুঃস্থ শিল্পীকে সাহায্য করেন রচনা।ব্যক্তি রচনা ভালোবাসেন গাছ লাগাতে,বেড়াতে যেতে,নিজের ছেলেকে নিয়ে জমিয়ে সংসার করতে এবং জীবনকে ইতিবাচক ভঙ্গিতে এগিয়ে নিয়ে যেতে। আক্ষরিক অর্থেই রচনা ‘দিদি নং 1’।