Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাদক থেকে টাকা নয়ছয়, যে ৩৭ টি প্রশ্ন রিয়াকে করা হতে পারে, রইল তালিকা

এই মুহূর্তে রিয়া রয়েছেন ইডি ও নার্কোটিক্সের স্ক্যানারে। করা হতে পারে ৩৭ টি প্রশ্ন। থাকছে মাদক থেকে টাকা নয়ছয়ের প্রসঙ্গ। কী সেই আনুমানিক প্রশ্নের তালিকা, চলুন দেখে নিই একনজরে- ১.সুশান্তের…

Avatar

এই মুহূর্তে রিয়া রয়েছেন ইডি ও নার্কোটিক্সের স্ক্যানারে। করা হতে পারে ৩৭ টি প্রশ্ন। থাকছে মাদক থেকে টাকা নয়ছয়ের প্রসঙ্গ। কী সেই আনুমানিক প্রশ্নের তালিকা, চলুন দেখে নিই একনজরে-

১.সুশান্তের সঙ্গে আপনার কতদিনের সম্পর্ক?
২.আপনার ও সুশান্তের সম্পর্ক কিভাবে শুরু হয়?
৩.কতটা নিবিড় ছিল আপনাদের সম্পর্ক?
৪.সুশান্তের আত্মহত্যার খবর পাওয়ার পর আপনি প্রথমে কী করেন?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৫.আপনি মুম্বাই পুলিশকে সুশান্তের মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছেন কি? না দিলে কেন দেননি?
৬.আপনি ফিল্মে কতদিন ধরে আছেন?
৭.এখনো পর্যন্ত কটি সিনেমা করেছেন?
৮.নায়িকা হিসেবে কটি মুভি করেছেন?

৯.আপনার সব খরচ কি সুশান্ত চালাতেন?
১০.আপনারা কবে বিয়ে করতেন?
১১.এটা কি সত্যি যে সুশান্ত আপনার জন্য লোনাভলায় একটা ফার্ম হাউস কিনেছিলেন? যদি তা না হয় তবে ২০১৯ এর আগে কেন তিনি ফার্ম হাউস কেনেননি?
১২.ইউরোপ ট্যুরে যাওয়ার সময় আপনি সুশান্তের ফ্যামিলির কাউকে প্রস্তাব দিয়েছিলেন? কেন আপনার ভাই আপনাদের সঙ্গে গিয়েছিলো?

১৩.আপনি ও আপনার ভাই মিলে যেই কোম্পানি খুলেছিলেন তাতে সুশান্তের পরিবারের কাউকে কেন নেননি?
১৪.একথা কি সত্যি যে সুশান্ত ৩১ শে ডিসেম্বরের পর আর কোনো পার্টি করেননি?
১৫.হোয়াটসআপ চ্যাট কেন ডিলিট করেছেন?
১৬.আপনার নাম দুটো ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের টাকা কোথা থেকে পেলেন?

১৭.স্যামুয়েল মিরিন্ডার সঙ্গে দীর্ঘক্ষণ কোন কোন বিষয় নিয়ে কথা হয়?
১৮.আপনি স্যামুয়েলের থেকে সুশান্তের ডেবিট কার্ডের পিন নম্বর কেন নিয়েছিলেন?
১৯.আইনজীবীর খরচ কি আপনি চালাচ্ছেন?
২০.আপনি কি আপনার জীবনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মহেশ ভাটের সঙ্গে আলোচনা করে নিতেন?

আপাতত ২০ টি প্রশ্নের তালিকা রইলো। তবে মাদক ও টাকা নয়ছয় প্রসঙ্গে আরো বিস্তারিত জেরা চলতে পারে বলে সূত্রের খবর. আজকের জেরায় শুধুমাত্র রিয়া চক্রবর্তী থাকছেন না, সাথে থাকছেন স্যামুয়েল মিরান্ডা, নীরজ, সিদ্ধার্থ পিঠানি ও রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। সিবিআই এর চারটি টিম চারজনকে আলাদা আলাদা করে প্রশ্ন করা হবে.

About Author