Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Virat Kohli: নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষায় এলো ‘কোহলির জীবনী’ নিয়ে প্রশ্ন! ভাইরাল প্রশ্নপত্রের ছবি

ভারতের প্রেক্ষাপটে মানুষের ধর্মের পরেই ক্রিকেটের স্থান। ভারতবর্ষে হয়তো এমন কোন মানুষ নেই যিনি ক্রিকেট খেলা পছন্দ করেন না। আর যখন ক্রিকেটের কথা আসে তখন সবার আগে যে নামটি মানুষের…

Avatar

ভারতের প্রেক্ষাপটে মানুষের ধর্মের পরেই ক্রিকেটের স্থান। ভারতবর্ষে হয়তো এমন কোন মানুষ নেই যিনি ক্রিকেট খেলা পছন্দ করেন না। আর যখন ক্রিকেটের কথা আসে তখন সবার আগে যে নামটি মানুষের মুখে আসে তিনি আর কেউ নন বরং ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেটের যে কোন ফরম্যাটে তার রেকর্ডের পরিমাণ এত বেশি যে, স্বাভাবিকভাবেই ক্রিকেটের পাশে তার নাম চলে আসে।

সম্প্রতি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে এমন একটি ঘটনা ঘটেছে যা দেখে গর্ববোধ করছেন প্রত্যেক ক্রিকেট প্রেমীরা। বিগত বেশ কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নপত্রের ছবি ঘুরে বেড়াচ্ছে। যেখানে বলা হচ্ছে, এটি ভারতের কোন স্কুলের নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র। তবে প্রশ্নপত্রটি ভাইরাল হয়েছে শুধুমাত্র ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির জন্য। চলুন পুরো ঘটনা জেনে নেওয়া যাক-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নপত্রটি বেশ কিছু সময় ধরে ভাইরাল হচ্ছে সেটি আসলে নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রশ্ন। যে প্রশ্নের একটি অংশে বিরাট কোহলির ব্যাট উঁচু করে রাখা একটি ছবি দেওয়া রয়েছে। পাশাপাশি ছবিটির উপরে দুটি ইংরেজি বাক্যে লেখা রয়েছে “নিম্মে থাকা ব্যক্তির ছবিটি সম্পর্কে ১০০-১২০ শব্দের মধ্যে বর্ণনা করুন।”

আমরা আপনাদের জানিয়ে রাখি, প্রশ্নপত্রে বিরাট কোহলির যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি আসলে ২০২২ এশিয়া কাপের দৃশ্য। দীর্ঘ অপেক্ষার পর যখন আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে শত রান করে কোহলি ব্যাট উঁচু করে দাঁড়িয়ে ছিলেন, সেই মুহূর্তে তোলা হয়েছিল এই ছবিটি। জানা গেছে, প্রশ্নপত্রে বিরাট কোহলির সম্পর্কে একটি নিবন্ধন লিখতে বলায় বেশ খুশি হয়েছে ওই স্কুলের পড়ুয়ারা। তাছাড়া প্রশ্নপত্রটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে বিরাট কোহলির ভক্তদের মাধ্যমে।

About Author