Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা নিয়ে গান গাইলেন সলমান খান, গানের নাম ‘প্যায়ার করোনা’, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: গানের নাম ‘প্যায়ার করোনা’, গেয়েছেন খোদ সলমান খান। আগামীকালই মুক্তি পেতে চলা এই গানের টিজারটি আজই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে পোস্টালেন বলিউডের ভাইজান। কথা হচ্ছে সলমান খানকে নিয়ে, এর…

Avatar

কৌশিক পোল্ল্যে: গানের নাম ‘প্যায়ার করোনা’, গেয়েছেন খোদ সলমান খান। আগামীকালই মুক্তি পেতে চলা এই গানের টিজারটি আজই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে পোস্টালেন বলিউডের ভাইজান। কথা হচ্ছে সলমান খানকে নিয়ে, এর আগেও তিনি ‘হিরো’ সিনেমার টাইটেল ট্র্যাকটি নিজকন্ঠে রেকর্ড করেন, ছবির অভিনেতা ছিলেন সুরজ পাঞ্চোলি।

আজ দেশের চরম দুর্দিনে আবারো গানকেই চরম পন্থা হিসেবে বেছে নিলেন তিনি। ছোট্ট টিজারে শুধুমাত্র ‘প্যায়ার করোনা’ শব্দটির আভাস দেওয়া হয়েছে যেটির কথা ক্যাপশনেও উল্লেখ করেছেন তিনি। আগামীকাল অভিনেতার ইউটিউব চ্যানেলে পুরো গানটি শোনা যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনার জেরে সকলের ভেঙে পড়া মনকে চাঙা করতেই এই গান বেঁধেছেন তিনি, এমনটাই বলছেন ভক্তরা। করোনা সংক্রান্ত নানান উন্নয়নমূলক কাজের সঙ্গেও ক্রমাগত যুক্ত রয়েছেন তিনি। স্টুডিওপাড়ার বেকার কর্মীদের মাসিক তিন হাজার টাকা মাইনে দেওয়ার বন্দোবস্ত করেন ভাইজান।

তার এনজিও সংস্থা ‘বিং হিউম্যান’ এর তরফে তেইশ হাজার পরিবারে রেশনের ব্যবস্থা করা হয়েছে ফলে ফিল্মসিটির অসহায় দিনমজুরদের অন্নসংস্থানে খানিক সুরাহা হয়েছে। এ তথ্যটি সত্যতা প্রকাশ করেছেন জননেতা বাবা সিদ্দিকি।
শুধু তাই নয়, পঞ্চাশ জন মহিলা শ্রমিকের পরিবারের সমস্ত দায়িত্ব নিজকাঁধে নিলেন অভিনেতা। এসবের পর করোনা নিয়ে তৈরি তার গানে আশা জাগছে নেটিজেরদের। সলমানের উক্ত গানের ছোট্ট টিজারটি একঝলক দেখে নিন।

About Author