৯০ এর দশকের হট অভিনেত্রী মমতা কুলকার্নি এখনো কেমন দেখতে? দেখে নিন তার লেটেস্ট ছবিসম্প্রতি ভূভির ‘পেয়ার ইধার উধার’ সিরিজের অফিসিয়াল ট্রেলার পুনরায় ভাইরাল হয়েছে ভূভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই। দুটি বিবাহিত দম্পতিকে নিয়েই এগিয়েছে এই সিরিজের গল্প। গল্প অনুযায়ী, এই দুই দম্পতি নিজেদের অজান্তেই একে অপরের স্বামী-স্ত্রীর সাথে শারীরিকভাবে আকৃষ্ট ও ঘনিষ্ঠ হতে থাকে। তবে শেষপর্যন্ত কি তারা এই কথা জানতে পারবে? নাকি আড়ালেই থেকে যাবে সবটা! এই প্রশ্নগুলোর উত্তর পেতে দেখতে হবে ভূভির এই গোটা সিরিজটি। ইতিমধ্যেই এই সিরিজ দেখে ফেলেছেন অনেকেই, দিয়েছেন প্রতিক্রিয়াও। দর্শকমহলের একাংশের মত, এই সিরিজের প্রতিটি দৃশ্যে রয়েছে বোল্ডনেসের ছোঁয়া। উল্লেখ্য, এই সিরিজটি চলতি বছরের ২৬’শে মে মুক্তি পেয়েছে ভূভিতে।
স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ, এমন ওয়েব সিরিজ আগে দেখেন নি
বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করে পছন্দমতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক…

আরও পড়ুন