তবে পরপর পাঁচ বার টেলিভিশনের সমস্ত রেকর্ড ব্রেক করে নাম্বার ওয়ানে নিজের টিআরপি ধরে রেখেছে ‘খড়কুটো’। গত সপ্তাহেই পূর্ণ হয়েছে ‘খড়কুটো’-র 200 পর্ব। তার উপর এই মুহূর্তে ‘খড়কুটো’-র টিআরপি 9.9 পয়েন্ট। 9.5 পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘মিঠাই’। 8.9 পেয়ে তৃতীয় স্থান দখল করেছে ‘কৃষ্ণকলি’। পরপর দুই সপ্তাহ 8.5 পেয়ে চার নম্বরেই রইল ‘করুণাময়ী রানী রাসমণি’। 8. 4 পেয়ে পঞ্চম স্থানে রইল ‘শ্রীময়ী’। ক্রমশ জমে উঠছে স্টার জলসা বনাম জি বাংলার হাড্ডাহাড্ডি লড়াই।‘খড়কুটো’-র গ্রহনযোগ্যতার কারণে ‘খড়কুটো’-র হিন্দি রিমেক করার কথা ভাবছে সিরিয়ালটির প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’। ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল ব্যানার্জী (Shaibal Banerjee) ও লীনা গাঙ্গুলি (Leena Ganguly) খুব শীঘ্রই মুম্বই পাড়ি দিচ্ছেন ‘খড়কুটো’-র হিন্দি রিমেক তৈরী করার জন্য। মুম্বইতে চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হতে চলেছে ‘খড়কুটো’-এর হিন্দি রিমেকের প্রি-প্রোডাকশন। প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে অন্তত তিন-চার মাস লাগবে বলে জানিয়েছেন লীনা।লীনা বলেছেন, গুনগুন ও সৌজন্য-র ভূমিকায় হিন্দিভাষী নতুন বাঙালি প্রতিভা তাঁর পছন্দ। তবে মুম্বইয়ের বাঙালি ছেলেমেয়েদের নিয়ে কাজ করতে চান তিনি। লীনা জানিয়েছেন, ‘খড়কুটো’ ও ‘ইচ্ছেনদী’-র হিন্দি রিমেক করা হবে।এর আগে ‘শ্রীময়ী’, ‘মোহর’, ‘কে আপন কে পর’-এর হিন্দি রিমেক করা হয়েছে। তবে হিন্দি রিমেক করতে গিয়ে চিত্রনাট্যও কিছুটা পরিবর্তিত করতে হয়। ‘পটলকুমার গানওয়ালা’ ও ‘ভুতু’-র হিন্দি রিমেকের সময় এই ধরনের পরিবর্তন হয়েছিল। তবে নিত্যনতুন হিন্দি কনসেপ্টের ভিড়ে ‘খড়কুটো’-এর হিন্দি রিমেক কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার।
পরনে বেনারসি, মাথায় সিঁদুর! অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন তৃণার প্রিয় পুটুপিসি
স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো'-এর টিআরপি এই মুহূর্তে যথেষ্ট ভালো। সৌজন্য ও গুনগুনের প্রেমকাহিনী পৌঁছে গেছে ঘরে ঘরে। মধ্যবিত্ত পরিবারের ছেলে সৌজন্য ও ধনী পরিবারের মেয়ে গুনগুনের বিয়ের দৃশ্য দর্শকদের…

আরও পড়ুন