Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pushpa 2: পুষ্পা ২ ধামাকা হবে, আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করবেন এই বড় অভিনেতা

গতবছর থেকেই দক্ষিণী ছবি 'পুষ্পা: দ্যা রাইজ'এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার…

Avatar

গতবছর থেকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার এসপি ভাবার সিং শিখাওয়াতের অভিনয়ও অসংখ্য প্রশংসা কুড়িয়েছিল। আপাতত অসংখ্য দর্শকমহল আবারো তাদের প্রিয় আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছেন।

সম্প্রতি জানা গিয়েছে, চলতি বছরেই রুশ ভাষায় মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা: দ্যা রাইজ’। উল্লেখ্য, ৮’ই ডিসেম্বর রুশ ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির সমস্ত কলাকুশলীদের পাশাপাশি ভক্তমহলও সাফল্যের আশায় বুক বাঁধছেন। এর পাশাপাশি আপাতত আরো সুখবর রয়েছে ভক্তদের জন্য। সম্ভবত পরের বছরই মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। ছবির নির্মাতা এই ছবিতে সুকুমার আরো এক বড় চমক রাখতে চলেছেন দর্শকদের জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি জানা গিয়েছে, ‘পুষ্পা ২’এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত ১২’ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে ছবির শুটিং। খুব সম্ভবত ২০২৩’এর জুন মাসে এই ছবি বড়পর্দায় মুক্তি পেতে পারে অগণিত দর্শকমহলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে। এর পাশাপাশি দর্শকদের জন্য আরো এক চমক রেখেছেন নির্মাতা সুকুমার। জানা গেছে, এই ছবিতে থাকতে পারেন দক্ষিণী সুপারস্টার রামচরণও। এই খবর আপাতত প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো উচ্ছ্বসিত অভিনেতার ভক্তমহলের একাংশ। বলাই বাহুল্য, এই মুহূর্তে রামচরনের পাশাপাশি আল্লু অর্জুনের অগণিত ভক্তমহল বড়পর্দায় তাদের দেখার অপেক্ষায় রয়েছেন।

About Author