Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আল্লু অর্জুনের শক্তিশালী নতুন চেহারা সামনে এসেছে, দেখুন Pushpa 2 – The Rule এর Teaser

২০২১ থেকেই দক্ষিণী ছবি 'পুষ্পা: দ্যা রাইজ'এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার…

Avatar

২০২১ থেকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার এসপি ভাবার সিং শিখাওয়াতের অভিনয়ও অসংখ্য প্রশংসা কুড়িয়েছিল। আপাতত, অগণিত দর্শকমহল আবারো তাদের প্রিয় আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছেন। উল্লেখ্য, আল্লু অর্জুনের জন্মদিনেই পুষ্পা ২ এর ঝলক মুক্তি পাওয়ার কথা ছিল। আর সেই কথার খেলাপ করলেন না পরিচালক সুকুমার। অভিনেতার জন্মদিনের ঠিক আগেরদিন অর্থাৎ ৭-ই এপ্রিল পুষ্পার ঝলক সামনে আসতেই শোরগোল ভক্তদের মাঝে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টি-সিরিজের ব্যানারে তিন ঘণ্টা আগেই ইউটিউবে শেয়ার করে নেওয়া হয়েছে ‘পুষ্পা ২’এর ঝলক। এই ঝলকের শুরুতেই দেখা গিয়েছে চারিদিকে চলছে দাঙ্গা। নিখোঁজ পুষ্পাও। কোনো মতেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। আর সেই কারণবশতই পুষ্পাভক্তরা চারিদিকে শুরু করে দিয়েছিল দাঙ্গা। থামানো যাচ্ছিল না তাদের। আর এর মাঝেই সেখানকার লোকাল টিভি চ্যানেলে ঝলক মেলে এক অবিশ্বাস্য দৃশ্যের।

সাম্প্রতিক ‘পুষ্পা ২’-এর ঝলকের শেষের দিকে দেখা গিয়েছে জঙ্গলের দৃশ্য‌। আর সেখানেই বাঘের পাশাপাশি দেখা মিলল এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির। পুষ্পা নিখোঁজ হওয়ার এক মাসের মধ্যে একাংশের ধারণা হয়েছিল তার মৃত্যুর খবর চেপে যাচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট। একাংশের ধারণা হয়েছিল তিনি দেশের বাইরে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন। তবে সবার ধারণায় ধুলো উড়িয়ে একেবারে ‘পুষ্পা ২’-এর ঝলকের শেষে দেখা দিয়েছেন পুষ্পা। আপাতত এই ঝলক শেষ তিন ঘন্টার মধ্যেই ৩৬ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে পুষ্পাভক্তদের মাঝে। সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্যা রুল’ খুব সম্ভবত ২০২৪-এই বড়পর্দায় আসতে চলেছে। কদিন আগে মিডিয়ার সূত্রে তেমনই খবর মিলেছিল। আপাতত, অধীর আগ্রহে দিন গোনা শুরু করে দিয়েছেন পুষ্পার অগণিত ভক্তমহলও।

About Author