বলিউডবিনোদন

স্বাধীনতায় ফিরছে ‘পুষ্পা’, মুক্তির দিন প্রকাশ পেতেই দর্শকমহলে খুশির জোয়ার – PUSHPA 2 RELEASE DATE

×
Advertisement

‘পুষ্পা: দ্যা রাইজ’ দেখার পর থেকেই এই ছবির দ্বিতীয় ভাগের জন্য অপেক্ষা করছিলেন অগণিত দর্শকমহল। বিগত বেশ কিছু সময় ধরেই প্রস্তুতি চলছে ‘পুষ্পা: দ্যা রুল’এর। ইতিমধ্যেই ছবির শুটিংপর্ব শেষ হয়েছে। মুক্তি পেয়েছে অফিশিয়াল ট্রেলারও। প্রকাশিত হয়েছে ছবির পোস্টার। সবমিলিয়ে বলাই যায়, ছবির পরিচালক থেকে শুরু করে সমস্ত কলাকুশলীরা অল্প অল্প করে দর্শকদের উত্তেজনা ও আগ্রহ আরো বেশি করে বাড়িয়ে তুলছে। তবে খুব সম্প্রতি পুষ্পা ২-এর বড়পর্দায় মুক্তির দিন প্রকাশ্যে এসেছে। আর তারপর থেকেই খুশির জোয়ারে রীতিমতো ভেসে গিয়েছে সকল পুষ্পাভক্তরা। এই মুহূর্তে মিডিয়ার পাতাতেও সেই প্রসঙ্গ নিয়েই চর্চা তুঙ্গে।

Advertisements
Advertisement

Advertisements

সোমবার পর্দার পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুন একটি ছবি শেয়ার করার সূত্র ধরেই পুষ্পা ২-এর মুক্তির দিন প্রকাশ্যে এনেছেন। এদিন অভিনেতা আরো একটি পোস্টার সকলের সাথে ভাগ করে নিয়েছেন, সেকথা বলাই বাহুল্য। এই ঝলকে পুষ্পার হাত স্পষ্ট হলেও মুখ আড়ালেই ছিল। হাতে ছিল একাধিক সোনার চেন ও আংটি। কড়ে আঙুলে ছিল নেলপালিশও। পাশাপাশি পোস্টার এর উপরে ১৫-ই আগস্ট ২০২৪ লেখা ছিল বড় করে।

Advertisements
Advertisement

অভিনেতা শেয়ার করে নেওয়া সাম্প্রতিক এই ঝলক রীতিমতো উচ্ছ্বসিত করে তুলেছে অধিকাংশ সিনেমাপ্রেমীদের। দক্ষিণী ছবির জনপ্রিয়তা এখন গোটা বিশ্বে। এদিন ছবি মুক্তির দিন প্রকাশ্যে আসতেই কমেন্টবক্স ভরে গিয়েছে উচ্ছ্বাস ও শুভেচ্ছাবার্তায়। তারকা থেকে সাধারণ সকলেই মন্তব্যবক্স ভরিয়ে দিয়েছেন। কেউ আগে থেকেই লিখে দিলেন যে এই ছবি সুপার ডুপার হিট হতে চলেছে। আবার কেউ নিজেদের অপেক্ষা ও উচ্ছ্বাসের কথা জানিয়েছেন স্পষ্ট করেই। কেউ আবার নিজেদের অধৈর্য হয়ে যাওয়ার কথা লিখেছেন। আবার কেউ জানিয়েছেন তার প্রিয় ছবির জন্য অপেক্ষার কথা। সব মিলিয়ে এই ছবি যে বলিউডকে আবারো ধাক্কা দিতে চলেছে, তা আর আলাদাভাবে উল্লেখ করার অপেক্ষা রাখে না।

শোনা যাচ্ছে, ২০২৪ এর স্বাধীনতা দিবসের সময়ই বলিউডের সিঙ্গাম ফিরছে আবারো। ‘সিঙ্ঘাম এগেন’ নিয়েই বড়পর্দায় হাজির থাকতে চলেছেন অজয় দেবগন। তবে পুষ্পার সামনে এই ছবি কতটা নিজের আধিপত্য বিস্তার করতে পারে! সেটাই আপাতত দেখার।

Related Articles

Back to top button