Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pushpa 2: লক্ষীলাভ আল্লু অর্জুনের, মুক্তির আগেই হাজার কোটির ব্যবসা ‘পুষ্পা ২’

২০২১ থেকেই দক্ষিণী ছবি 'পুষ্পা: দ্যা রাইজ'এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার…

Avatar

২০২১ থেকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার এসপি ভাবার সিং শিখাওয়াতের অভিনয়ও অসংখ্য প্রশংসা কুড়িয়েছিল। আপাতত অগণিত দর্শকমহল আবারো তাদের প্রিয় আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছেন।

খুব শীঘ্রই দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলেই জানা গিয়েছে। মিডিয়ার খবর অনুযায়ী, ২০২২’এর আগস্ট মাস থেকেই এই ছবির শুটিং শুরু হয়েছিল। হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমে চলছিল ছবির শুটিং। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ‘পুষ্পা ২’এর অপেক্ষায় দর্শকমহল। মাঝে ছবির কলাকুশলীদের নিয়েও মিডিয়ার পাতায় একাধিক খবর প্রকাশিত হয়েছে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৩’এর এপ্রিল মাসেই ‘পুষ্পা ২’এর ঝলক প্রকাশ্যে আসতে চলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা:দ্যা রুল’ আবারো মিডিয়ার শিরোনাম। মুক্তির আগেই এই ছবির ভান্ডারে হাজার কোটি টাকা জমা হয়েছে। জানা গিয়েছে, এই ছবির নির্মাতারা হাজার কোটি কিংবা তার বেশি অর্থের বিনিময়ে সমস্ত ভাষায় এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তির সত্ত্ব বিক্রি করতে রাজি। উল্লেখ্য চলচ্চিত্র বিশেষজ্ঞদের একাংশের মত, সুকুমার পরিচালিত এই ছবি এস এস রাজামৌলির ‘আরআরআর’কে টেক্কা দিতে চলেছে।

সূত্রের খবর, টি-সিরিজের ভূষণ কুমার ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা অর্থ ঢালতে পারেন এই ছবিতে। যার ফলস্বরূপ বেশ ধুমধাম করেই বড়পর্দায় ফিরবে ‘পুষ্পা:দ্যা রুল’। এই ছবির জন্যই শাহরুখ খানের সাথে অভিনয়ের সুযোগ ফিরিয়েছেন আল্লু অর্জুন। এসআরকে অভিনীত ‘জাওয়ান’ ছবিতে অভিনয়ের অফার পেয়েছিলেন এই দক্ষিণী অভিনেতা। তবে বলিউডের ছবিতে অভিনয় করার থেকেও বেশি মনোযোগী হয়েছেন আবারো পুষ্পা হয়ে উঠতে।

অভিনেতার জন্মদিনেই ‘পুষ্পা ২’এর ঝলক দর্শকদের উপহার দিতে চলেছেন সুকুমার। ২০২৩’এর ৮’ই এপ্রিল পরিচালক সুকুমার ছবির ট্রেলার কিংবা টিজার প্রকাশ্যে আনতে চলেছেন। সেই ঝলক প্রকাশ্যে আনার তোরজোরও জোরকদমে শুরু হয়ে গিয়েছে। ব্যস্ত পরিচালক, অভিনেতাদের পাশাপাশি ছবির সমস্ত কলাকুশলীরাও। সব ঠিকঠাক থাকলে ২০২৪ সালেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

About Author