বলিউডবিনোদন

একদিনে রিলিজ করছে ‘পুষ্পা ২‘ ও ‘সিঙ্ঘম এগেন‘, জোর টক্কর হবে বক্সঅফিসে, কার পাল্লা ভারী?

আগামী বছর ১৫ অগাস্ট দুটি সিনেমা রিলিজ করবে

×
Advertisement

এতদিন পর্যন্ত ভারতীয় সিনেমায় একাধিপত্য বিস্তার করে রেখেছিল বলিউড অর্থাৎ হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রি। একের পর এক হিট ফিল্ম এবং হিন্দি ভাষার সুপ্রিমেসি কাজে লাগিয়ে গোটা দেশে জনপ্রিয়তার শীর্ষে ছিল বলি ইন্ডাস্ট্রি। তবে শেষ কয়েক বছরে এই ট্রেন্ডে অনেকটাই পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে বলি সিনেমার চাকচিক্য ছেড়ে দর্শকদের পছন্দ হতে শুরু করেছে বিভিন্ন আঞ্চলিক চলচ্চিত্র। খুব বেশি ভাবে নজরে পড়ছে যে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলি নিজেদের অভ্যন্তরীণ বাজারের সীমানা পেরিয়ে, গোটা দেশে জনপ্রিয়তা পাচ্ছে। এই সিনেমাগুলির সাফল্য বা আয়ের পরিসংখ্যান শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য আপনার।

Advertisements
Advertisement

২০২১ বলিউডের কফিনে পেরেক পুঁতেছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ‘ সিনেমা। দেশজুড়ে এই সিনেমা জনপ্রিয়তা পেয়েছিল। সকলের মধ্যে এখন উত্তেজনা এই সিনেমার সিক্যুয়েল কবে আসবে। এবার সেই খবর সামনে এসেছে। জানা গিয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ‘ সিনেমার সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল‘ রিলিজ করবে ২০২৪ সালে। আগামী বছর ১৫ অগাস্ট, ২০২৪ সালে, মুক্তি পাবে ‘পুষ্পা ২’। আর এই একইদিনে মুক্তি পেতে চলেছে ‘সিঙ্ঘম এগেন’। ফলে বক্সঅফিসে যে এই দুই ছবির জোর টক্কর হতে চলেছে একথা বলাই বাহুল্য।

Advertisements

‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি’, ২০২১ সাল থেকেই এই সংলাপ সারা দেশের সিনেপ্রেমীদের মুখে। আল্লু অর্জুনের নাচের স্টাইল কপি করেননি এমন অনুরাগী পাওয়া দুষ্কর। এইমুহুর্তে এই দ্বিতীয় পার্ট নিয়ে ব্যাপক উৎসাহ রয়েছে গোটা দেশে। এতে আল্লু আর্জুনের লুক দেখেই ফিদা হয়েছেন সকলে। এর সাথে কি লড়াইয়ে টিকতে পারবে ‘সিংহম এগেন‘? এর উত্তর দেবে সময়।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button