Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pushpa 2: সামনে এল আল্লু অর্জুনের ‘পুষ্পা’র লুক, দেখুন ভিডিও

২০২১ থেকেই দক্ষিণী ছবি 'পুষ্পা: দ্যা রাইজ'এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার…

Avatar

২০২১ থেকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার এসপি ভাবার সিং শিখাওয়াতের অভিনয়ও অসংখ্য প্রশংসা কুড়িয়েছিল। আপাতত অগণিত দর্শকমহল আবারো তাদের প্রিয় আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এই মুহূর্তে প্রকাশে এসেছে পর্দার পুষ্পার লুক। আসন্ন ছবিতে অভিনেতা কেমন রূপে আসতে চলেছেন তা ইতিমধ্যেই দেখে ফেলেছেন নেটনাগরিকদের অধিকাংশই। উচ্ছ্বসিত গোটা ভক্তমহল। সাম্প্রতিক ভাইরাল হওয়া একটি ছবিতেই অভিনেতার দেখা মিলেছে। সেখানে বড় ঘার পর্যন্ত চুলে দেখা গিয়েছে অভিনেতাকে। গাড়ির উপর দিয়েই মুখ বাড়িয়ে হাত নেড়েছেন ভক্তদের উদ্দেশ্যে। আর সেই ঝলকই এই মুহূর্তে রীতিমতো ভাইরাল নেটনাগরিকদের অধিকাংশ মাঝে।

পাশাপাশি আরও একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে যেখানে অভিনেতার অগণিত ভক্তমহলকে দেখা গিয়েছে তাকে উদ্দেশ্য করে জয়ধ্বনি দিতে। রীতিমতো ছবি, মালা, প্ল্যাকার্ড নিয়ে অভিনেতার নাম নিতে দেখা গিয়েছে তাদের। এটি অভিনেতার ফ্যান পেজের তরফ থেকেই শেয়ার করা হয়েছে।

সম্প্রতি জানা গিয়েছে, ‘পুষ্পা ২’এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খুব সম্ভবত ২০২৩’এর জুন মাসেই এই ছবি বড়পর্দায় মুক্তি পেতে পারে অগণিত দর্শকমহলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে। এর পাশাপাশি দর্শকদের জন্য আরো এক চমক রেখেছেন নির্মাতা সুকুমার। জানা গেছে, এই ছবিতে থাকতে পারেন দক্ষিণী সুপারস্টার রামচরণও। এই খবর আপাতত প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো উচ্ছ্বসিত অভিনেতার ভক্তমহলের একাংশ। বলাই বাহুল্য, এই মুহূর্তে রামচরনের পাশাপাশি আল্লু অর্জুনের অগণিত ভক্তমহল বড়পর্দায় তাদের দেখার অপেক্ষায় রয়েছেন।

About Author