ভারতীয় রেল ৩১ অক্টোবরের আগেই শুরু করতে চলেছে একটা আধুনিক রেল পরিষেবা। এটি হতে চলেছে এমন একটি পরিষেবার যা হয়তো আগে ভারত দেখেনি। ৩১ অক্টোবর এর আগে ভারতীয় রেল ভারতের নিম্ন আয়ের মানুষের জন্য নিয়ে আসতে চলেছে পুশপুল ট্রেন পরিষেবা। এই মুহূর্তে ভারতীয় রেল তার পরিকাঠামো এবং পরিষেবা উন্নত করার জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে এবং নতুন নতুন পরিষেবা শুরু করছে। রেলওয়ে প্রতিদিন দশ হাজারটিরও বেশি ট্রেন পরিচালনা করে যার মধ্যে সাত হাজারটিরও বেশি রয়েছে যাত্রীবাহী ট্রেন।
এশিয়া মহাদেশের বৃহত্তম রেল নেটওয়ার্ক হবার পাশাপাশি প্রতিদিন ১০ মিলিয়নের বেশি যাত্রীকে পরিষেবা দিয়ে থাকে ভারতীয় রেলওয়ে। এর মধ্যে অধিকাংশ হলো নিম্ন আয়ের শ্রেণীর মানুষ। তাই দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হওয়ায় নিম্ন আয়ের শ্রেণীর মানুষদের জন্য ভারতীয় রেলওয়ে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করেছে। এই বিশেষ ট্রেন ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে চলবে। রাজধানী এক্সপ্রেস এর মত প্রতিটি সুবিধা আপনি এই ট্রেনে পেয়ে যাবেন। স্লিপার এবং দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের জন্য আরামদায়ক সুবিধা প্রদান করবে এই বিশেষ ট্রেন। এই ট্রেনে আপনারা পেয়ে যাবেন ভালো আলো, উন্নত টয়লেট এবং পর্যাপ্ত সংখ্যক চার্জিং পয়েন্ট। এছাড়াও ভারতীয় রেলওয়ে রাজধানী ট্রেনে যে সমস্ত সুবিধা দেয় সেই সবকিছু এখানে আপনি পাবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ট্রেনটি ভারতীয় রেলওয়েতে চালু হওয়ার পরে নতুন নামকরণ হবে বলে আশা করা হচ্ছে। অসংরক্ষিত বিভাগে যাত্রীদের জন্য থাকছে আটটি দ্বিতীয় সিটের কোচ। এতে অভিবাসী শ্রমিকরা উপকৃত হবেন যারা কম খরচে নিজে শহরে ভ্রমণ করতে পারেন। প্রতি দ্বিতীয় আসনের কোচে ১০০ জন করে যাত্রীরা আসন থাকতে চলেছে। সর্বাধিক ১৬০ কিলোমিটার গতিতে এই ট্রেন চলতে পারে। তবে আপাতত ১৩০ কিলোমিটার এর বেশি গতি হবে না বলেই মনে করা হচ্ছে। এই ট্রেন বিশেষ দূষণ করবে না। সেই কারণেই পরিবেশের জন্য হবে দুর্দান্ত।