Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতের ‘পুশ-পুল’ ইঞ্জিন তৈরি হল পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে

আসানসোল: নাম 'তেজস এক্সপ্রেস লোকো'। যা ট্রেনের সঙ্গে এই ইঞ্জিন যুক্ত হলে উচ্চগতিতে দৌড়ানোর সময় ইঞ্জিনে সঙ্গে বায়ুর যে ধাক্কা লাগে তা অনেকটা কম লাগবে। এই ইঞ্জিন ',পুশ পুল' প্রযুক্তির…

Avatar

আসানসোল: নাম ‘তেজস এক্সপ্রেস লোকো’। যা ট্রেনের সঙ্গে এই ইঞ্জিন যুক্ত হলে উচ্চগতিতে দৌড়ানোর সময় ইঞ্জিনে সঙ্গে বায়ুর যে ধাক্কা লাগে তা অনেকটা কম লাগবে। এই ইঞ্জিন ‘,পুশ পুল’ প্রযুক্তির অ্যারোডায়নামিক ইঞ্জিন যা তৈরি করেছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস।এই ইঞ্জিন ‘,পুশ পুল’ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বলে ট্রেন ছোটার সময় এটি স্থিতিশীল থাকবে এবং শক্তি অনেক বাচবে। ফলে সহজেই বাতাস কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এটি। ইঞ্জিনে সামনের অংশটা দেখতে হবে অ্যারোডায়নামিক এবং ট্রেনের সঙ্গে যুক্ত অংশটি থাকবে সমান।শুক্রবার এই ইঞ্জিনের উদ্বোধন করেন জেনারেল ম্যানেজার প্রবীন কুমার এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের শীর্ষকর্তা ও কর্মীরা। জানা গিয়েছে, এই ইঞ্জিন রাজধানী এক্সপ্রেসের মত প্রিমিয়ার ট্রেনগুলিকে নিয়ে ছুটতে সক্ষম। এমনকি 16টি কোচ নিয়ে চলতে পারে এই ইঞ্জিন। নিরবছিন্নভাবে প্রত্যেকটি কামরায় আলো, পাখা এবং এসির জন্য বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। এর জন্য আলাদা করে কোনওরকম জেনারেটর ভ্যান ভাড়া করতে হবে না। ফলে সুবিধা হবে যাত্রীদের যেমন, তেমন আয় বাড়বে রেলের।
About Author