করোনার থাবা ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে বিভিন্ন মহলে। প্রথম দফার লক ডাউনের শেষের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার দ্বিতীয় দফার লক ডাউন জারি করেন। কেন্দ্র করোনার প্রকোপ থেকে সংক্রমণ এড়াতে জনসমাগম ও সমস্ত ধর্মীয় সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ৩রা মে দ্বিতীয় দফার লক ডাউনের অন্তিম দিন। কিন্তু লক ডাউন আরও বৃদ্ধি হবে কিনা তা নিয়ে রয়েছে ঘোর সংশয়। আর এরই মাঝে পুরীর মন্দির নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল ওড়িশা সরকার।
ওড়িশা সরকার জানিয়েছে, দেশে করোনার প্রকোপ বাড়ছে তার ফলে পুরীর মন্দিরের ভেতরেই এবার ছোটো করে অনুষ্ঠিত হবে রথযাত্রা। প্রতিবছর এই রথযাত্রার অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের ভিড় জমে। যেহেতু যত দিন যাচ্ছে করোনার থাবা আরও প্রকট হচ্ছে তার ফলে ওড়িশা সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার ভক্তদের সমাগম করা যাবে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযদিও এই রথযাত্রা সম্পর্কিত বৈঠক হয় মন্দির কতৃপক্ষ ও ওড়িশা সরকারের মধ্যে। আর রথযাত্রা সম্পর্কে এই নয়া সিদ্ধান্ত নেয় মন্দির কতৃপক্ষই। তাঁরা জানিয়েছে, দেশের কথা মাথায় রাখতে হবে। এই মূহুর্তে এমন উদ্ধেগজনক পরিস্থিতিতে রথযাত্রার অনুষ্ঠান সম্পাদিত করলে যে জনসমাগম হবে তাতে দেশের ক্ষতি হবে। তাই এমন অবস্থায় এক অদৃশ্য ভাইরাসের জন্য আর নতুন করে উচ্ছ্বাসে মাতবে না পুরীর জগন্নাথ মন্দির।