সম্প্রতি পূজা স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘জগজননী মা বৈষ্ণো দেবী’-তে অভিনয় করছিলেন। লকডাউনের সময় পূজা এই সিরিয়ালটি ছেড়ে দিলেও কারণ প্রকাশ করেননি। গত 15 ই অগষ্ট পূজা ও কুণাল নিজেদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যাতে পূজার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখন নেটিজেনরা বুঝতে পারেন,পূজা গর্ভবতী হওয়ার কারণে সিরিয়াল ছেড়েছিলেন। নেটিজেনরা ও ইন্ডাস্ট্রির সবাই পূজা,কুণাল ও তাঁদের পুত্রসন্তানকে শুভকামনা জানিয়েছেন।
নবজাতকের সঙ্গে ছবি পোস্ট করলেন পূজা ও কুণাল, ভাইরাল ছবি
সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। অবশেষে হসপিটাল থেকে ছাড়া পেলেন পূজা ও তাঁর সন্তান। হসপিটাল থেকেই ছাড়া পেয়েই বাড়ি ফিরে প্রথমেই ভক্তকুলের মেসেজের উত্তর দিলেন পূজা। সেইসঙ্গে পূজা জানিয়েছেন,তাঁর…

আরও পড়ুন